Home > February 2012

February 2012

গুগলের এডসেন্স একাউন্ট ব্যান / বন্ধ / নিস্ক্রিয় হয়ে গেলে কি করবেন?

Tuesday, February 28, 2012 Category : 0


গুগল এডসেন্স নিয়ে ব্লগ লেখা শুরু করার পর থেকে অনেকেই আমাকে প্রকাশ্যে কিংবা ইমেইল করে প্রশ্ন করেছেন গুগলের এডসেন্স একাউন্ট ব্যান বা বন্ধ হয়ে গেলে কি করবেন? যদি এক কথায় উত্তর চান, তবে এডসেন্স একাউন্ট বন্ধ হয়ে গেলে কিছুই করার নাই, তবে বন্ধ যাতে না হয় সেজন্য বন্ধ হবার আগেই বন্ধ হবার কারনগুলো জানুন আর গুগলের সাথে প্রতারনা থেকে দূরে থাকুন।
আমি আজ র্পযন্ত একজন ব্যতীত কারোই গল্প শুনি নাই যে তার একাউন্ট বাতিল হবার পর আবার সেই একাউন্ট সচল হয়েছে। সম্প্রতি Aaron Greenspan গুগল এডসেন্স একাউন্ট বাতিল হয়ে যাবার পরে গুগলের বিরুদ্ধে মামলা করার পর বিচারক গুগলকে তার একাউন্টে থাকা $721 টাকা ফেরত দেবার নির্দেশ দেয়। এটাই এডসেন্সের ইতিহাসে টাকা ফেরত পাবার প্রথম ঘটনা। তবে তার একাউন্ট সচল হয় নি।

তাই যা করার আগেই করুন … একাউন্ট নিস্ক্রিয় হবার পর শত চেষ্টা করেও লাভ হবে না, বাতিল হয়ে যাওয়া একাউন্ট ফেরত পাবেন না।

প্রধান কি কি কারনে একাউন্ট বাতিল হয়?
১. সবচেয়ে বড় কারন হল, ইচ্ছাকৃত এ্যাডে ক্লিক করা। দিনে রাতে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকার স্বপ্ন নিয়ে একেকজন এডসেন্স একাউন্ট খুলে কিন্তু বাস্তবিকতা পুরোপুরি ভিন্ন – আর দশটা পেশার মতো টাকা কামাতে এডসেন্সের জন্যেও প্রচুর পরিশ্রম, ধৈর্য্য আর অভিজ্ঞতার প্রয়োজন। আর এসবের অভাবে নতুন এডসেন্স পাবলিশাররা সহজেই হতাশ হয়ে পড়েন এবং নিজেদের এ্যাডে নিজেরাই ক্লিক করেন কিংবা অন্যদের ক্লিক করতে উৎসাহিত করেন। এটা কোনো অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। কোনো ক্লিক না পেলে ওয়েবসাইট করাই বাদ দেন – তবুও নিজের এ্যাডে ক্লিক করবেন না। আমও যাবে, ছালাও যাবে।

২. অনেক ওয়েবসাইট বলে, তাদের সদস্য হলে নাকি তারা হাজার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেবে। এধরনের ওয়েবসাইট কিংবা প্রোগ্রামগুলো পুরোপুরি নিষিদ্ধ। এগুলোর মাধ্যমে যদি অবৈধ ক্লিকও না পড়ে, তবুও অবৈধভাবে পেজ ইমপ্রেশন সৃষ্টির দায়ে বিনা নোটিসে আপনার একাউন্ট বাতিল হতে পারে। তাই কোনোরুপ কৃত্রিম উপায়ে ভিজিটর বাড়াতে চেষ্টা করবেন না।

৩. পর্ণসাইট, কাট-কপি-পেষ্ট করা লেখার ওয়েবসাইট (কপিরাইট ভঙ্গ হলে), পাইরেট সফটওয়ার ডাউনলোড, জুয়া, নিষিদ্ধ ঔষধ কিংবা মাদকদ্রব্য সেবনে উৎসাহিত করে এমন ওয়েবসাইটে এ্যাড বসালে একাউন্ট বাতিল হতে বাধ্য।

৪. অনেকে পন্ডিতি ফলাতে এডসেন্সের কোড পরিবর্তন করার চেষ্টা করে। এটা করে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। অযথা কোড পরির্বতের চেষ্টা করবেন না। রং, ফন্ট, সাইজ ইত্যাদি যদি পরিবর্তন করতেই হয়, তবে এডসেন্স একাউন্টে ঢুঁকেই পরিবর্তন করুন।

৫. অনেকে এ্যাডের পাশে লিখে দেয় – “আমাদের সাহায্য করুন”, “এই সাইটগুলো ভিজিট করুন”, “এখানে ক্লিক করুন” কিংবা “প্রিয় ওয়েবসাইট” – এগুলো পাঠককে এ্যাডে ক্লিক করতে উৎসাহিত করারই নামান্তর। এগুলো থেকে বিরত থাকুন।

৬. একটা কারন অনেকেই জানেন না, কোনো ছবির ঘেঁষে এ্যাড বসানোও অবৈধ। কারন এতে পাঠক বিভ্রান্তিত হয়ে এ্যাডে ক্লিক করতে পারে। তাই একান্তই ছবির পাশে এ্যাড বসাতে হয়, তবে ছবি আর এ্যাডের মধ্যে নিরাপদ দুরত্ব রাখুন দুটোকে আলাদাভাবে চেনা যায়।

৭. আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি – গুগল নতুন পাবলিশারদের প্রতি খুবই কঠোর। পান থেকে চুন খসলেই আপনার খবর আছে। তাই প্রথম অবস্থায় খুবই সর্তক থাকতে হয়। গুগলের সাথে চালাকি করার জন্য আপনি যদি ১০ টা উপায় বের করে থাকেন, তবে আপনাকে ধরার জন্য অনেক আগেই তারা ১০০০ টা উপায় বের করে রেখেছে, তাই প্রতারনা করে রেহাই পাবেন না।

কেন গুগল এডসেন্স ব্লগারদের কাছে এত জনপ্রিয়?

Category : 0



ইন্টারনেটে আয়ের কৌশল বললে যেকোন ব্লগারের প্রথম পছন্দ গুগল এডসেন্স। আমার মনে হয় ১০০ জনকে এই প্রশ্ন করলে, ৭০ জন “হ্যাঁ” বলবেন, ২০ জন দ্বিধাদ্বন্ধে ভুগবেন আর ১০ জন “না” বলবেন। যারা এডসেন্স সম্বন্ধে জানেন না, তাদের মনে এডসেন্সের জনপ্রিয়তা নিয়ে এই প্রশ্নটি জাগতেই পারে, তাই না?

চলুন তাহলে আজ এই বিষয়েই একটু আলোচনা করি।

এই পোষ্টটি মূলত অনেকগুলো পোষ্টকে একত্রে আপনার হাতে তুলে দেয়ার জন্য লেখা হলো। অনুগ্রহ করে লেখার প্রতিটি লিংকের পোষ্টগুলো পড়ে দেখবেন।

এডসেন্সে একাউন্ট খোলা খুবই সহজ

অন্য যেকোনো বিজ্ঞাপনদাতার চেয়ে এডসেন্সের একাউন্ট পাওয়া অনেক সহজ। এডসেন্সের জন্য একাউন্ট খোলা এতই সহজ যে আমরাই ওদের নিয়মের তোয়াক্কা করি না আর দোষ দেই যে গুগল এডসেন্সের একাউন্ট খুলে দিচ্ছে না। নিয়মমেনে এডসেন্সের জন্য আবেদন করলেই গুগল একাউন্ট খুলে দেয়।

ব্লগের বিষয়ে বিজ্ঞাপন দেখায়

আপনার ব্লগ যেকোনো বিষয়েই হোক না কেন, গুগল ঠিক সেই বিষয়েই বিজ্ঞাপন দেখায়। বিজ্ঞাপনে ক্লিক পেতে এই বিষয়টি খুবই জরুরী। আপনার ওজন কমানোর ব্লগে যদি বিজ্ঞাপনদাতা ফুটবলের বিজ্ঞাপন দেখায় তাহলে কি পাঠকেরা আপনার ব্লগের বিজ্ঞাপনে ক্লিক করবে? না করবে না। এ বিষয়ে গুগল এডসেন্স সর্বসেরা।

পছন্দমতো সহজে বিজ্ঞাপন বসানো

আপনার সাইটের ডিজাইন যেমনই হোক না কেন, হরেক সাইজের টেক্সট, ইমেজ কিংবা ভিডিও বিজ্ঞাপন, রং, ফন্ট ব্যবহার করে গুগল এডসেন্সের বিজ্ঞাপন ঠিকই সাইটের সাথে মানিয়ে যায়। এই পোষ্টগুলো (১ম, ২য়) পড়ে দেখুন।

ক্লিক প্রতি আয়ের হার ভাল

এডসেন্সের প্রতি ক্লিকে আয়ের হার অন্য যেকোন বিজ্ঞাপনদাতার হারের চেয়ে বেশি। বিষয়ের উপর নির্ভর করে ক্লিকে আয়ের হারও উঠা নামা করে। Niche ব্লগিংয়ে তুলনামূলকভাবে আয় বেশি হয়।

যেকোনো বিষয়েই বিজ্ঞাপন দেখানো সম্ভব

উড়োজাহাজ হোক আর চায়ের ব্লগ হোক, গুগল যেন যেকোনো বিষয়েই বিজ্ঞাপন দেখাতে পারে। তাই এডসেন্স ব্যবহারের সময় এই বিষয়ে কোনো চিন্তা করতে হয় না, কোড বসালোই গুগল বিষয় ভিত্তিক বিজ্ঞাপন দেখায়।

প্রতি ক্লিকেই টাকা পাওয়া যায়

অনেক বিজ্ঞাপনদাতা আছে যারা বিজ্ঞাপন দেবার আগে বলে দেয় যে নিদির্ষ্ট কিছু দেশ কিংবা এলাকা থেকে ক্লিক আসলেই কেবল ক্লিক প্রতি টাকা দেয়া হবে। কিন্তু গুগল এডসেন্সের বেলায় এমনটি ঘটে না। পাঠক যেকোনো দেশ, যেকোনো অঞ্চল থেকেই হোক না কেন, সঠিকভাবে ক্লিক পড়লেই পয়সা পাবেন। ভুলেও নিজে ক্লিক করবেন না কিংবা কাউকে ক্লিক করতে উৎসাহিত করবেন না। একাউন্ট বন্ধ হয়ে যাবে।

সময়মতো টাকা পাওয়া যায়

অনেক বিজ্ঞাপনদাতা আছে যারা প্রতি ৪৫ দিন কিংবা ৬০ দিনে পেমেন্ট করে। কিন্তু প্রতিমাসে ১০০ ডলার / ৬০ পাউন্ড হলেই ৩০ দিন পর গুগল চেক ইস্যু করে। কোনো ধরনের তালবাহানা কিংবা দেরি হয় না।

গুগলের সাথে প্রতারণা না করে নিয়ম মেনে চললে গুগল এডসেন্স হতে পারে ব্লগ থেকে আয়ের অনন্য উপায়। ইতিমধ্যেই এই ব্লগের পাঠকদের মধ্য থেকে আদনান, শামীম, পান্থ এডসেন্সে সাফল্য দেখিয়েছেন এবং প্রতিমাসে সম্মানজনক আয় করছেন।

আশা করি আপনিও সফল হবেন।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা

গুগল এডসেন্সে পারদর্শী হবার যে টুলটিকে আমরা আদৌ চিনি না – Adsense Checklist

Category : 0


গুগল এডসেন্স কিংবা ইন্টারনেটে আয়ের বিষয়ে কথা বললেই বার বার একটি প্রশ্ন চলে আসে, কিভাবে এডসেন্স বিষয়ে জানবো কিংবা কিভাবে এডসেন্স ব্যবহার করতে হয়। সত্যি বলতে কি আমরা সবাইই হাঁটবার আগে দৌঁড়াতে চাই। এডসেন্সের প্রাথমিক বিষয়গুলো না জেনেই একাউন্ট খুলে বসে থাকি কিংবা এডসেন্সের এত এত ফিচারের মধ্যে খাবি খাই।

গুগল এডসেন্স নিয়ে প্রশ্নগুলো খুবই প্রাথমিক মানের, যা ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যায়। কিন্তু আমরা অনেকেই সেই কষ্টটুকু করতে অনাগ্রহী। যাহোক, গুগল যে এডসেন্স নিয়ে একটি খুবই চমৎকার Help বিভাগ রেখেছে, তা আমরা অনেকেই জানি না। এডসেন্স বিষয়ে উত্তর পাওয়া যায় না, এমন কোনো বিষয় খুঁজে পাবেন না এই বিভাগে।

যাহোক, এই বিভাগের একটি অংশের নাম, Adsense Checklist – যেখানে পাঁচটি বিভাগে ৪টি করে মোট ২০টি কাজ (টাস্ক) দেয়া আছে। প্রতিটি টাস্কের সাথে একটি করে চেকবক্স আছে। যখনই একটি করে টাস্ক শেষ করবেন, চেকবক্সে ক্লিক করুন। ডানের প্রগ্রেশবারটি আপনার শেখার হার জানিয়ে দেবে।

আমার কাছে এই বিষয়টি অনেকটা পরীক্ষা দেবার মতো মনে হয়েছে। খুবই ফাটাফাটি একটি সুবিধা। যারা প্রথম থেকে ধারাবাহিকভাবে গুগল এডসেন্স বিষয়ে শিখতে চান, এই ফিচারটি আপনার খুবই কাজে আসবে।

তাহলে অপেক্ষা করছেন কেনো? আজই এডসেন্স বিষয়ে পরীক্ষা দিয়ে নিজের জ্ঞান ঝাঁলাই করে নিন।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

কিভাবে আপনার ওয়েবসাইটে গুগলের “প্লাস ওয়ান” বাটন বসাবেন?

Category : 0


সার্চ রেজাল্টকে আরও বেশি বেশি সামাজিক (সোশ্যাল) করতে আর ফেসবুকের “লাইক” বাটনের সাথে টেক্কা দিতে কিছুদিন পূর্বে গুগল প্লাস ওয়ান বাটনের সূচনা করে। এর ফলে ফেসবুকের মতো আপনিও গুগলের “প্লাস ওয়ান” বাটনে ক্লিক করলে আপনার পরিচিতজনরা যখন গুগলে সার্চ করবে, তখন আপনার পছন্দের লিংকের পাশে আপনার নাম দেখতে পারবে। তারা আপনার পছন্দ করা লিংকে যেতে স্বাচ্ছ্যন্দ বোধ করবে।






গতকাল গুগল প্লাস ওয়ান বাটনের কোড সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এরই মধ্যে হয়তো বাটনটি ব্যবহারের কোডসমেত ওয়ার্ডপ্রেস প্লাগইন বেড়িয়ে গেছে। যারা এখনো কোডটি পাননি, তাদের জন্য এই পোষ্ট।


গুগল ওয়েবমাষ্টারস বিভাগে একটি পাতায় কোডটি বর্ননা করা হয়েছে, এখানে দেখুন। নিচের দু’লাইন কোড লিখেই যেকোনো সাইটে লাইন বাটন বসানো যাবে।


<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>


<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone></g:plusone>


তবে যারা নির্দিষ্ট পেজের জন্য লাইক বাটন বসাতে চান, তাদেরকে এডভান্স অপশনটি ব্যবহার করতে হবে।
<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>


<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone href="YOUR_WEBPAGE_LINK_HERE"></g:plusone>


আমার মতো যারা প্লাগইন ছাড়াই ওয়ার্ডপ্রেসের প্রতিটি পাতায় বাটন বসাতে চান, তারা নিচের কোডটুকু লক্ষ্য করুন।
<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>


<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone href="<?php echo get_permalink(); ?>"></g:plusone>


কোনো সমস্যা হলে, মন্তব্য আকারে জানান।


সাথে থাকুন, ভাল থাকুন।


সবার জন্য রইল শুভ কামনা।

এডসেন্স থেকে ব্যান হওয়ার সহজতম উপায়গুলো!!!

Category : 0


শিরোনাম দেখে ভুরু কুঁচকে তাকানোর কিছু নেই। বর্তমানে ব্লগ এবং আয়বিষয়ক চটকদার ওয়েবসাইটগুলো ঘুরলেই আপনি দেখতে পাবেন “আয় করুন মিলিয়ন মিলিয়ন ডলার!”, “ইন্টারনেটে উড়ে বেড়াচ্ছে টাকা! জলদি ধরুন!”, “ক্লিক করুন আর টাকা আয় করুন” সহ বহু টাইটেল চোখে পড়ে! সেই তুলনায় আমারটা কিছুই না! 


যাহোক… মানুষ লেখে কিভাবে ব্যান না খাওয়া যায়, কিন্তু আমি উল্টা করে লিখছি। কিভাবে ব্যান খাবেন তার সহজ উপায়গুলো এখানে লিপিবদ্ধ করলাম!


সম্পূর্ণভাবে এডসেন্স TOS & Program Policy ইগনোর করুন। 
নিজের এডে নিজে ক্লিক করুন। আপনার পাড়া-পড়শী, আত্নীয়স্বজন সবাইরে বলেন আপনার ওয়েবসাইটে ঢুকে ক্লিক করতে!
বিভিন্ন ক্লিক বট সফ্টওয়্যার ইউজ করুন। যারা প্রতিমাসে $১০০০ আয়ের গ্যারান্টি দেয়! 
এডসেন্স এডের একটা যুৎসই টাইটেল দেন! এই যেমন “আমারে ক্লিক করেন!” “আমাদের স্পন্সরসমূহ”, “আমাদের সাপোর্ট করুন” ইত্যাদি
প্রতিটা পেজে কমপক্ষে ৩টার বেশী এড বসান। 
পপআপ উইন্ডো ইউজ করেন।
যত পারেন কন্টেন্টের সাথে অমিল রেখে এড প্লেসে এড বসান।
এডসেন্সের সাথে অন্যান্য কোম্পানীরও এড বসিয়ে দিন। এই যেমন: এডব্রাইট 
এক এক সাইটের জন্য এক একটা একাউন্ট রাখুন। এই যেমন: আমার বকবকানীর জন্য একটা, আমার টেক আলোচনার জন্য একটা, এডসেন্স টিউটো লেখার সাইটের জন্য আরেকটা 
নিজের ইচ্ছামত গুগলের দেওয়া এডসেন্সের কোড পরিবর্তন করুন।
এডসেন্স সাপোর্ট টিম থেকে কোন মেইল আসলে ভুলেও পড়বেন না যেন!
বিভিন্ন ব্যানডকৃত কন্টেন্টে আরামসে এড বসায়ে দিন! সমস্যা নাই!  
নোট: পদ্ধতিগুলো এপ্লাই করার ফলে আপনার যে অবস্থা হোক না কেন তার জন্য আমি কোনভাবে দায়ী থাকব না।  So Try At Your Own Risk!

বাংলায় ফ্রি কমিউনিটি ব্লগ

Category : 0


বাংলায় ব্লগিংয়ের প্রসারে সামহোয়ারইন ব্লগের ভূমিকা হয়তো কেউ অস্বীকার করবেন না। ব্লগিংয়ের যে সংস্কৃতি আজ এতদূর এগিয়ে, আমাদের অনেকের ব্লগিংয়ে আসার পেছনে সামহোয়ারইনই প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। যাহোক, সামহোয়ারইনের গুনগান করার জন্য পোষ্টটি প্রকাশ করিনি, তাই মূল কথায় আসছি।

সামহোয়ারইন ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল, হয়তো ভবিষ্যতেও ফ্রি থাকবে। আমরা তো প্রতিদিন ফ্রিতে ব্লগ পড়ি, লিখি। আবার সুযোগমতো গালাগালিও করে আসি। কিন্তু লক্ষ ব্লগারের এই ব্লগটি চালাতে প্রতিমাসে কি পরিমান অর্থের প্রয়োজন সেটার কথাটি কি আমরা কখনও ভেবে দেখেছি। ভাষার জন্য, দেশপ্রেমের জন্য হয়তো ব্লগ ঠিকই চালু হয়েছিল, কিন্তু ব্লগটি চালাতে তো পয়সার প্রয়োজন, প্রোগ্রামারের প্রয়োজন হয়, তাই না? সামহোয়ারইন একটি বড় প্রতিষ্ঠান, তাই তাদের পক্ষে ব্লগটি ফ্রি চালানো সম্ভব হয়েছিল। তারপরেও যখন তারা বিজ্ঞাপন দেয়া শুরু করেছিল, তখন অনেকেই হাউকাউ করে উঠেছিল যে কেন বিজ্ঞাপন দেয়া হচ্ছে, বিজ্ঞাপনগুলো চোখে ধরছে, ফ্রিতে ব্লগ দিয়েছে বলে কি মাথা খেয়ে নিয়েছে…. ইত্যাদি ইত্যাদি।

আমার প্রশ্ন ছিল কেন বিজ্ঞাপন দেয়া হবে না? পুরো দুনিয়াতে কি কিছু ফ্রিতে পাওয়া যায়? কোন ফ্রি ইমেইল সার্ভিসে বিজ্ঞাপন দেখানো হয় না? কোনো বড় সাইটে বিজ্ঞাপন দেখানো হয় না? প্রতিটি ওয়েবসাইট চালানোর পেছনে যদি বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থা থাকে কিংবা ওয়েবসাইট চালনার জন্য প্রয়োজনীয় অর্থ আয়ের উদ্দেশ্য থাকে, তাহলে বাংলা ভাষায় ওয়েবসাইট চালনায় এত বাধা কেন?

আমরা বাঙ্গালীরা খুবই হিংসুটে এবং স্বার্থপর হয়ে যাচ্ছি।

আমার এই ব্লগটি চালাতে তেমন একটা অর্থের প্রয়োজন হয় না। তাই আমি কোনোদিন বিজ্ঞাপন দেবার কথা ভাবিওনি। তাই বলে বড় বড় ব্লগগুলো যদি বিজ্ঞাপন দেবার কথা ভাবে, তখনই দেখা যায় একদল ব্যক্তি হৈহৈ করে উঠে। যেন কি না কি হয়ে গেল? কতদিন একটি ব্লগ ফ্রিতে চালানো সম্ভব? অনেকদিন আগে কথা উঠেছিল আমি নাকি বিজ্ঞাপন দেখানোর কথা ভাবছি। যদিও কথাটি সত্য ছিল না, তবুও আপনাদের কাছে একটি প্রশ্ন করব, এটা আমার ব্লগ, আমার ইচ্ছা বিজ্ঞাপন দেব কি দেব না। আপনাদের ইচ্ছে হলে আসবেন, ইচ্ছে না হলে আসবেন না। পাঠক শূন্য হয়ে গেলে একদিন ব্লগ বন্ধ করে দেব। এটাই কি হক কথা না? আমি যখন আমার পকেটে টাকা খরচ করে ব্লগ চালাই, তখন কি কেউ এসে আমাকে দু’পয়সা হাতে দিয়ে বলেছেন যে ভাই এই কয়টা টাকা আপনার সাইটটি চালানোর জন্য লাগাবেন?

না, কেউ কোনোদিন বলবেন না।

বাংলা ভাষায় প্রতিদিন হাজার হাজার ব্লগ চালু হচ্ছে, সেগুলোর এডমিনরা কি ভেবে দেখেছেন, কিভাবে আপনি আপনার ব্লগ থেকে ব্লগ চালানোর পয়সাটি অন্তত উপার্জন করতে পারবেন। আমার তো মনে হয় ৯৫% এডমিনেরই এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই।

বেশ কিছু দিন ধরেই টেকটিউনস বন্ধ হয়ে আছে। কারণ জানা নেই। তবে আমার মনে হচ্ছে হয়তো ফান্ডের কারনে এমনটি হচ্ছে। ধারনা ভুলও হতে পারে। আগে থেকেই যদি বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থা করা হতো কিংবা সামান্য করে হলেও যদি কিছু অর্থ আয়ের ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো এত জনপ্রিয় ব্লগটি এতদিন বন্ধ থাকতো না। কিন্তু ফলশ্রুতিতে কি হতো? ওই যে বললাম কিছু ব্লগার হাউকাউ শুরু করে দিত, কেন বিজ্ঞাপন দেয়া হচ্ছে?

শখের বশে ব্লগ চালানো আর একটি কমিউনিটি ব্লগ চালানো – দুটো মধ্যে অনেক ফারাক আছে। আপনার ব্লগ আপনি বন্ধ করে দেবেন, কোনো সমস্যা নেই কিংবা একশতজন ব্লগারের ব্লগ আপনি যত বড় দায়িত্ব নিয়ে শুরু করেছিলেন, সেটা চালানোও আপনার দায়িত্ব।

টেকটিউনস সহ আর অন্যসব বড় বড় কমিউনিটি ব্লগের এডমিনদের বলব, অনুগ্রহ করে নিন্দার ভয় দূর করে আয়ের উৎস (revenue model) ঠিক করে নিন। বাংলায় কমিউনিটি ব্লগগুলো উন্নত হয়েছে ঠিকই কিন্তু ব্লগগুলো revenue model এর দিক থেকে পিছিয়ে আছে। একটি ব্যাপার মনে রাখবেন, আপনার সময়ের এবং টাকার মূল্য আছে, অন্যরা তার মূল্য না দিলেও আপনাকে সেটা মূল্য দিতে হবে। আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না।

revenue model ঠিক রাখতে প্রয়োজনে বিজ্ঞাপন দেখান, অর্থের বিনিময়ে আলোচনা / প্রশিক্ষনের ব্যবস্থা করুন, প্রয়োজনে পেইড মেম্বারশিপ চালু করুন।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

ওয়ার্ডপ্রেস এর আরও কিছু দরকারী প্লাগইন, যা সহজেই আপনার ব্লগকে করবে আরও সুন্দর এবং ফিচার সমৃদ্ধ

Category : 0


Widget Logic


ওয়ার্ডপ্রেসের কোন পেজ এ নিদির্ষ্ট কোন Widget দেখাতে চান, এই প্লাগইনটি তা খুবই সহজে করে দিবে। এতে আপনার কোন PHP জানা লাগবে না।


What Would Seth Godin Do


না এই প্লাগইনটির নাম দেখে ভয় পাবেন না, এটি খুবই সহজে আপনার ব্লগের প্রতিটি পোষ্ট এর নিচে বা উপরে কাষ্টম HTML কোড ব্যবহার করতে দিবে।


WP Tweet Button


এ ই প্লাগইন এর সাহায্যে অফিসিয়াল Twitter button কে আরও ফিচার সমৃদ্ধ করে যুক্ত করতে পারবেন।


Member Access


ওয়ার্ডপ্রেস এ কোন পোষ্ট বা পেজ শুধু মেম্বারদেরকে এক্সেস করতে দিবে এই প্লাগইনটি। এর সাহায্য খুবই সহজে মেম্বারশীপ সাইট বানানো যাবে।


Jetpack by WordPress.com


ওয়ার্ডপ্রেস ডট কমের অনেকগুলো প্লাগইন আমারা আমাদের ব্লগে ব্যবহার করি। এই প্লাগইনটি আপনার ব্লগে সেই সমস্ত ফিচার এবং এর সাথে আরো অনেক ফিচার এক ক্লিকেই যুক্ত করবে।


Pretty Link (Lite Version)


আপনার ব্লগের কোন URL কে কোন নিদিষ্ট লিংকে গমন করাতে পারেন এই প্লাগইনের সাহায্য। অর্থাৎ www.blog.com যদি আপনার ব্লগ হয় তাহলে আপনি কোন লিংক যেমন www.google.com কে www.blog.com/google করতে পারবেন।


আর কি? আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।

কাজ পাওয়ার কৌশল-০৫

Category : 0

বাংলাদেশ টাইম সকাল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়ে বিড করুন। আমি মনে করি এই সময়ে ওডেস্কে সবচেয়ে বেশি জব পোস্ট হয় এবং বিডকারীর সংখ্যা তুলনামূলক কম থাকে। এই সময়ে বিড করলে ইন্টারভিউতে দ্রুত কল পাওয়া যায়।

কাজ পাওয়ার কৌশল-০৪

Category : 0

১০০ ডলারের কাজের জন্য বিড করুন ৬০ ডলারের মধ্যে। কেন কম বিড করেছেন সেটা কাজদাতাকে কভার লেটারে লিখুন। বলুন- আপনি নতুন ওডেস্কে। আপনি অনেক কাজ জানেন এবং অভিজ্ঞ। কিন্তু যেহেতু নতুন তাই এই মুহূর্তে আপনার টাকার চেয়ে ভালো কিছু ফিডব্যাক দরকার। তাই কম টাকা বিড করেছেন। দেখবেন সহজেই ইন্টারভিউতে কল পাবেন। ইন্টারভিউতে কল পাওয়ার অর্থ কাজদাতা আপনার কাছে আরও কিছু জানতে চাচ্ছে। যা জানতে চাচ্ছে তা ক্লিয়ার জবাব দিন। বাড়তি কথা বলবেন না। নিজের কাছে নিজে সৎ থাকবেন। এবং বলবেন- আপনি পরিশ্রমী, অভিজ্ঞ এবং সৎ।

কাজ পাওয়ার কৌশল-০৩

Category : 0

সুন্দর, সিম্পল এবং শর্ট কভার লেটার লিখুন। কাজদাতার রিক্রয়ারমেন্টসগুলো ভালোভাবে পড়ুন। এবং রিপ্লাই করুন পয়েন্ট বাই পয়েন্ট। কেন আপনি এই কাজের উপযোগী, কেন আপনাকে হায়ার করবে সে কথা ক্লিয়ার করে লিখুন। আগে এরকম সাইট করেছেন, যদি স্যাম্পল থাকে তাহলে স্যাম্পল লিংক দিন কভার লেটারে। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যাবহার করবেন না।

কাজ পাওয়ার কৌশল-০২

Category : 0

এমন কোনো কাজে বিড করবেন না যে কাজের জন্য কাজদাতা কাউকে ইন্টারভিউতে কল করেছে। কারণ সাধারণত কাউকে ইন্টারভিউতে কল করার অর্থ-ই হচ্ছে কাজটা তাকে দিয়ে দেওয়া। সাধারণত এটাই হয়।

কাজ পাওয়ার কৌশল-০১

Category : 0

নতুন কাজে বিড করুন। একটা নতুন জব পোস্ট হওয়ার ৩০ মিনিটের মধ্যে বিড করতে পারলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি- কাজদাতা সাধারণত তাকেই সিলেক্ট করে যে সবার আগে বিড করেছে। তবে ব্যতিক্রমও আছে।

কাজ পাওয়া কি খুব কঠিন?

Category : 0

মোটেও না। একেবারেই কঠিন না। আপনার চেষ্টা, আগ্রহ যদি থাকে এবং আপনি যদি সত্যিই কাজ জানেন তাহলে অবশ্যই কাজ পাবেন। এবং খুব দ্রুত পাবেন। এটা ঠিক, প্রথম কাজটার জন্য আপনাকে একটু পরিশ্রম বেশি-ই করতে হবে। তবে আপনি যদি একটানা ১০ দিন লেগে থাকতে পারেন তাহলে আপনার সাফল্য নিশ্চিত।

বিড করতে করতে হয়রান, কাজ পাচ্ছি না…

আমি বলবো, কথাটা মোটেও ঠিক না। আমি অনেককেই জানি, যারা মাত্র ২/৩ দিন বিড করেই তাদের প্রথম কাজটা পেয়ে গেছে। আপনি হয়রান হবেন না যদি আপনি সত্যিই কাজ করতে চান।

নিজের প্রোফাইলটা দেখুন- এবং নিজেকেই প্রশ্ন করুন- আপনি যদি কাজদাতা হতেন তাহলে আপনার কাজের জন্য এই প্রোফাইলটাকে মনোনীত করতেন কিনা? নিজের কাছে নিজে সৎ থেকে বুঝতে চেষ্টা করুন।

কাজ পাওয়ার কৌশল

বিড করে কাজ পাওয়ার নানা কৌশল আছে। এখানে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। আশা করছি এগুলো আপনাদের কাজে লাগবে, যারা নতুন।

রেডিনেস টেস্ট কী?

Category : 0

ওডেস্ক-এ কাজ করতে হলে কিছু নিয়ম-কানুন মানতে হয়। ওদের নিয়ম-কানুন ভালো করে পড়েছেন কিনা সেটা শিউর হওয়ার জন্য ওরা একটা টেস্ট-এর ব্যবস্থা করেছে। এই টেস্ট দিলে এখানে কাজ করতে সুবিধা। কী সুবিধা? সুবিধা দুটি-

কাজদাতা খেয়াল করে আপনি এই টেস্ট দিয়েছেন কিনা।
ওডেস্ক-এ প্রতি সপ্তাহে আপনি সর্বোচ্চ ২৫টি বিড করতে পারবেন। কিন্তু শুরুতেই তা পারবেন না। একাউন্ট ওপেন করার সাথে সাথে মাত্র ২টি বিড করার জন্য প্রতি সপ্তাহে সুযোগ পাবেন। রেডিনেস টেস্ট দিলে ১০টি হবে। কোনো কাজ পেলে ১৫টি হবে। কোনো কাজ শেষ হলে এবং ফিডব্যাক পেলে ২০টি হবে। আপনার এড্রেস ভেরিফাইড হলে ২৫টি হবে।
রেডিনেস টেস্ট দেয়া খুবই সহজ। হেল্প পেতে সজীব ভাইয়ের এই পোস্টটি পড়তে পারেন- ওডেস্ক এর বিভিন্ন স্কিল টেস্ট পাস করে আজই কাজ পেতে চেষ্টা করুন

অন্যান্য টেস্ট

ওডেস্ক-এ প্রায় পাঁচশ’ মতো টেস্ট রয়েছে বিভিন্ন কাজের জন্য। আপনি যে কাজ করবেন সে কাজের রিলেটেট টেস্ট দিয়ে যদি ভালো স্কোর পান তাহলে কাজ পেতে সুবিধা হয়।

বিড মানে কি?

Category : 0

ব্যাপারটা সহজ করে বলি- কাজদাতা তার কাজটির জন্য ১০০ ডলার বরাদ্দ করেছে। এর বেশি সে দেবে না। এই টাকার মধ্যেই সে কাজটি করাতে চাচ্ছে। আপনি কাজটি ১০০ ডলারেই করবেন নাকি আরও কমে করবেন? সাধারণত সবাই এর কমেই করতে চায়। এই চাওয়াটা কাজদাতাকে জানিয়ে দেয়াটাই হচ্ছে বিড করা। বিড করার সময় একটি কভার লেটার লিখতে হয়। যেখানে আপনি উল্লেখ করবেন সুন্দর করে- কেন কাজদাতা আপনাকে কাজটি দেবেন?

এই ব্লগে খুব সুন্দর কভার লেটার-এর স্যাম্পল দিয়েছেন নাফিউর রহমান সজীব ভাই।

এছাড়াও ওনার লেখা কিভাবে ওডেস্ক-এর জবে বিড বা অ্যাপ্লাই করবেন? পড়ে দেখুন। বিড ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে।

কীভাবে ওডেস্ক থেকে কাজ পাবো?

Category : 0

প্রথমে আপনাকে ওডেস্কে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে কোনো ফি প্রদান করতে হয় না অর্থাৎ সম্পূর্ণ ফ্রি। সুতরাং এখন-ই একটি একাউন্ট ওপেন করতে পারেন। একাউন্ট ওপেন করার পর আপনার একটি প্রোফাইল তৈরি করতে হবে চমৎকারভাবে। কারণ প্রাথমিকভাবে এই প্রোফাইল দেখেই কাজদাতারা আপনাকে কাজ দেবেন। প্রোফাইল ১০০% হলে আপনি কাজের জন্য আবেদন করতে পারেন যেটাকে ওডেস্কের ভাষায় বলা হয়- বিড করা।

আমি ওডেস্কে কাজ করার উপযোগী?

Category : 0

হ্যাঁ, আশা করি এটা এতক্ষণে বুঝে গেছেন প্রাথমিক কথাটুকু পড়েই। এমন কোনো কাজ নেই যেটা ওডেস্কে নেই। সব ধরণের কাজ রয়েছে। হয়তো আপনি সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকেন। আপনি হয়তো জানেনও না এই পড়ে থাকাটাই মূল্যবান করে তুলতে পারেন আপনি।

ওডেস্ক কী?

Category : 0

ওডেস্ক একটি ওয়েবসাইট। যেখানে বিভিন্ন কাজের বিজ্ঞপ্তি দেয়া থাকে এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে পারেন তাদেরকে নির্দিষ্ট একটা চার্জ দিয়ে। অর্থাৎ ওডেস্ক হলো একটা মিডিয়া। আপনার এবং কাজদাতার মধ্যে পরিচয়, পারস্পরিক লেন-দেন করে দেয়ার একটা মিডিয়া সাইট হলো ওডেস্ক। এরকম সাইট আরও অনেক রয়েছে। তবে ওডেস্ক-ই হলো সর্বেসর্বা বা সর্বশ্রেষ্ঠ।

ওডেস্ক প্রাথমিক কথা

Category : 0

আমি মনে করি ওডেস্ক এমন একটি ফ্রিল্যান্সিং সাইট যেখানে সব ধরণের কাজ রয়েছে। এমন কি আপনি যদি ভাবেন বা মনে করেন আপনি মুভি দেখা ছাড়া আর কিছুই করেন না, আমি বলবো, ওডেস্কে মুভি দেখার জন্যও জব রয়েছে। ঘরে বসে মুভি দেখবেন আর এই মুভি দেখা শেষ হলে জাস্ট ২০০/৩০০ শব্দের একটা রিভিউ লিখে দেবেন। এজন্যও আপনি পেমেন্ট পাবেন।

Nokia s40 মোবাইলে ফোল্ডার লুকিয়ে রাখুন কোন সফটওয়্যার ছাড়া

Category : 0

প্রথমে যেকোন নামে ১টি ফোল্ডার বানান। এবার সেই ফোল্ডারটি রিনেম করুন- নামের শেষে .jad ব্যবহার করে। (যেমনঃ-আপনি যদি Music নামে কোন ফোল্ডার বানান, তাহলে রিনেম করুন- Music.jad নামে) এবার যেসব ফাইল আপনি Hide বা লুকাতে চান, সেই ফাইলগুলো আমাদের বানানো Music.jad ফোল্ডারে নিয়ে আসুন। সর্বশেষ Step হিসাবে, আপনাকে আরেকটি একই নামে ফোল্ডার বানাতে হবে, কিন্তুনামের শেষে .jar ব্যবহার করে। (যেমনঃ-আমরা আগের ফোল্ডারটি বানিয়েছি- Music.jad নামে। তাই এবার নতুন আরেকটি ফোল্ডার বানাবো Music.jar নামে।) ব্যস, কাজ শেষ!! কি হল, দেখতে পারছেন কি?? Music.jad নামে যে ফোল্ডারটি আপনি বানিয়েছিলেন,সেটিরীতিমত উধাও হয়ে গেছে!! এখন শুধু Music.jar নামে আমাদের বানানো ফোল্ডারটি আছে, যার সাইজ ০.০০KB!! আপনি সহ যে কেউ এই ফোল্ডারে ঢুকতে পারবে কিন্তু ভিতরে কোন ফাইল পাবে না। মজার ট্রিক না?? কম্পিউটার ছাড়া কারও সাধ্য নেই আপনার আসল ফোল্ডারটি বেড় করার! খুব তো ফাইলসহ ফোল্ডার হাইড করে ফেললাম। সেগুলো ফিরিয়েও তো আনতে হবে তাইনা?? ফিরিয়ে আনা আরও সহজ!! শুধু ফোল্ডারটিরিনেম করে .jar লেখাটুকুতুলে দিন। তাহলে দেখবেন ঠিক তার নিচেই আপনার বানানো Music.jad ফোল্ডারটি ফিরে এসেছে!! (যেমনঃ- Music.jar ফোল্ডারটিকে রিনেম করুনশুধু Music নামে।)

আমরা যখন কোনো মোবাইল ফোন কিনতে যাই তখন আমরা দেখতে পাই মোবাইলের ক্যাটালগে Edge বা Gprs লিখা থাকে

Category : 0

আমরা যখন কোনো মোবাইল ফোন কিনতে যাই তখন আমরা দেখতে পাই মোবাইলের ক্যাটালগে Edge বা Gprs লিখা থাকে। কিন্তু আমরা জানি না যে এর অর্থ কি। আমরা সাধারণত ধরে নেই এই ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবেকিন্তু অন্য কোনো ধারণা থাকে না। এখান থেকে জেনে নিন যে এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে কি ধরনের প্রভাব পরতে পারে।


# General Packet Radio Service (GPRS) : GPRS হচ্ছে পুরাতন ইন্টারনেট টেকনোলজি। GPRS সিস্টেম এ ইন্টারনেট এর স্পীড পাওয়া সম্ভব সর্বোচ্চ 20 kbps। বিশ্বের প্রায় সব দেশেই এ সিস্টেমটি ব্যবহার করা হয়।


# Enhanced Data rate for GSM Evolution (EDGE) : EDGE GPRS এর চেয়ে খুব দ্রুত কাজ করতে সক্ষম এবং এতে সর্বোচ্চ স্পীড পাওয়া সম্ভব 60kbps। এটিও প্রায় সব দেশে ব্যবহার করা হয়।


#Universal Mobile Telephony Service (UMTS): UMTS একটু উন্নত সার্ভিস যার সর্বোচ্চ স্পীড হতে পারে384 kbps। কিন্তু সব দেশে বা সব শহরে এই সিস্টেমটি নেই।


# High Speed downlink Packet Access (HSDPA) : HSDPA হচ্ছে বর্তমানের সবচেয়ে আধুনিক ও উন্নত সিস্টেম যার সর্বোচ্চ স্পীড হতে পারে7.2 Mbps। কিন্তু মাত্র কয়েকটি দেশেই এ সিস্টেমটি ব্যবহার করা হয়।

যে সকল সেটে বাংলা ফন্ট নেই বা বাংলা লেখা সাপোর্ট করেনা সেসব সেটে বাংলা বা যে কোন ফন্ট দেখতে পারবেন

Category : 0

যে সকল সেটে বাংলা ফন্ট নেই বা বাংলা লেখা সাপোর্ট করেনা সেসব সেটে বাংলা বা যে কোন ফন্ট দেখতে পারবেন।ভাবছেন কীভাবে ।এজন্য প্রথমে আপনাকে http://mini.opera.comঠিকানা/ থেকেএকটি অপেরমিনি ব্রাউজার ইন্সটল করে নিতে হবে।তার পর ব্রাউজার টির এড্রেসবারে যেয়ে www. লিখাটি মুছে লিখুন about:config বা opera:config যে কোনটিই কাজ করবে।এবার এন্টার করুন। যে পৃষ্ঠাটি আসবে তার একেবারে শেষে যেয়ে দেখতে পাবেন “Use bitmap fonts for complex scripts” নামের একটি অপশন আছে। সেটি সাধারনত No দেয়া থকে, পরিবর্তন করে “Yes” দিয়ে দিন। এবার Save- করে অপেরামিনি ব্রাউজার দিয়ে যে কোন বাংলা পৃষ্ঠাতেযেয়ে দেখুন বাংলা লেখা আসছে।

ফেসবুকের কিছু শর্টকাট

Category : 0

আজ আপনাদের জন্য নিয়ে এলাম ফেসবুকের কিছু শর্টকাট!! কিবোর্ডের সাহায্যে ফেসবুকে নিচের কাজগুলো করতে পারেন কিনা, দেখুনতো

Alt+1 : হোম পেজ

Alt+2 : আপনার প্রোফাইল (ওয়াল)

Alt+3 : কে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালো (রিকুয়েস্ট না থাকলে কাজ করবে না)

Alt+4 : কে আপনাকে মেসেজ পাঠালো (মেসেজ না থাকলে কাজ করবে না)

Alt+5 : কি কি নোটিফিকেশন আসলো ( নোটিফিকেশন না থাকলে কাজ করবে না)

Alt+6 : অ্যাকাউন্ট সেটিংস

Alt+7 : অ্যাকাউন্ট প্রাইভেসি

Alt+8 : ফেসবুকের ফ্যান পেজ

Alt+9 : ফেসবুকের রাইট এন্ড রেস্পন্সিবিলিটি

Alt+0 : ফেসবুক হেল্প সেন্টার

Alt+m : নতুন মেসেজ লিখতে

Alt+? : সার্চ বক্সে কারসর আনবে

আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন এবং এতে এই ট্রিকসটি কাজ না করে,তবে ALT+SHIFT এর পর নম্বরগুলো চাপুন। এবার ইঁদুরের গায়ে হাত না দিয়েই ফেসবুকে ঘুরে বেড়ান!!
ভালো থাকুন ,সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন

আসছে “৪১ মেগাপিক্সেল” ক্যামেরার ফোন; নকিয়ার কল্যাণে

Category : 0

ব্রাজিলে চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ঘোষণা করলো নতুন এক সিমবিয়ান স্মার্টফোন ৮০৮ পিউরভিউ।
এই হ্যান্ডসেটের চমকে দেয়া বিষয়টি হলো এর ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা। খবর ম্যাশএবল-এর।

অবিশ্বাস্য হলেও সত্যিই নকিয়া কার্ল জেইস লেন্স এবং নকিয়ার তৈরি পিক্সেল ওভার-স্যামপলিং প্রযুক্তি কাজে লাগিয়ে এই শক্তিশালী ক্যামেরা দিয়েছে ৮০৮ পিওরভিউতে।
→ তবে অতিরিক্ত মেগাপিক্সেল হলেই যে ছবির মান বেড়ে যাবে, এমনটা নয় বলেও জানিয়েছে ম্যাশএবল।

সূত্র আরও জানিয়েছে, পিওরভিউ প্রযুক্তি নকিয়ার অন্যান্য স্মার্টফোনেও দেয়া হবে। ফলে শিগগিরই মেগাপিক্সেলের সংখ্যা আশাতীত বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ঘোষণা করা এই হ্যান্ডসেটটিতে রয়েছে;
→ ১.৩ গিগাহার্জ প্রসেসর,
→ ৪ ইঞ্চি স্ক্রিন,
→ ৫১২ মেগাবাইট র্যাাম এবং
→ ১৬ গিগাবাইট স্টোরেজ।
এটি আসছে মে মাসেই, ৪৫০ ইউরোতে বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

ফেইসবুকে কম বন্ধুত্বপূর্ণ মার্কিনীরা

Monday, February 27, 2012 Category : 0

সম্প্রতি নতুন এক গবেষণায় দেখা গেছে, আমেরিকানরা দিনে দিনে ফেইসবুকে কম বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছেন।
সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের গোপনীয়তা নিয়ে সচেতন হয়ে উঠছেন বলেও গবেষণার ফলাফলে দেখা গেছে। খবর ইয়াহু নিউজের।

পিউ ইন্টারনেট অ্যান্ড আমেরিকান লাইফ প্রজেক্ট কর্তৃক পরিচালিত গবেষণায় দেখা গেছে, বন্ধুদের তালিকা থেকে ফেলে দেয়া ছাড়াও মন্তব্য মুছে দেয়া এবং প্রোফাইলে প্রবেশাধিকার সীমিত করে দেয়ার প্রবণতা সেখানে বেড়ে গেছে।

২০০৯ সালে একই গবেষণায় অংশ নেয়া ফেইসবুক ব্যবহারকারীদের মাত্র ৩৬ শতাংশ জানিয়েছিলেন তারা নিয়মিত তাদের প্রাইভেসি সেটিংস আপডেট করে থাকেন।
২০১১ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশে।

ওবামা প্রশাসন সম্প্রতি ঘোষণা দিয়েছে, ব্যবহারকারীদের অনলাইনে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বিল তৈরি হচ্ছে। এর পরপরই এই গবেষণার ফলাফল প্রকাশিত হলো যাতে দেখা গেছে, ব্যবহারকারীরা প্রতিনিয়তই তাদের গোপনীয়তা নিয়ে সচেতন।

২০১১ সালের আর এক গবেষণায় দেখা যায়, তুলনামূলক ভাবে ইন্দোনেশিয়ানরা ফেসবুকে সবচেয়ে বেশী বন্ধুপ্রব

চ্যাট করুন রঙ্গিন হরফে :) পুরাই পাংখা স্টাইল এ

Category : 0

ফেইসবুক সামাজিক নেটওয়্যার্কের সবচেয়ে বিরাট বড় জায়গা। এখানে সবাই সবার সাথে পরিচিত হয়, বন্ধুত্ব হয়। বন্ধুতের রেশ ধরে চলে চ্যাটিং। চ্যাটিং সব অনেকেই রঙ্গীন রঙ্গীন টেক্সট লিখে। যারা জানে না, তাদের জন্য এক মহা বিপদ হল কিভাবে লিখে। এটা বের করা।
সাধারণত কেউ কাউকে জিজ্ঞাস করলে কেউ বলে না। আমাকে কেউ জিজ্ঞাস করে নি।


►► তাই আমিই আপনাদের ফ্রিতে এই জিনিসগুলো দিয়ে দিলাম। আমি এখানে দুই রকম টেক্সট দেবো, যেটা ভাল লাগে সেটা ব্যবহার করুন।


প্রথম কালার টেক্সট কালার সেট


[[295327000505245]] = A
[[220318834713353]] = B
[[144560332320347]] = C
[[307797775927138]] = D
[[324603680890957]] = E
[[299734803403698]] = F
[[258412604222012]] = G
[[289456361100595]] = H
[[348051601876152]] = I
[[303266456385232]] = J
[[340869882605657]] = K
[[330554750305956]] = L
[[329961400365132]] = M
[[158558324248717]] = N
[[347010495314863]] = O
[[267188070003737]] = P
[[248037205261849]] = Q
[[294252217292321]] = R
[[269636683095081]] = S
[[276867469029912]] = T
[[334919309870510]] = U
[[331041810248882]] = V
[[206218662800583]] = W
[[244960698906593]] = X
[[120548588062562]] = Y
[[336009086426836]] = Z


২য় কালার টেক্সট সেট


[[107015582669715]] = A
[[116067591741123]] = B
[[115602405121532]] = C
[[112542438763744]] = D
[[115430438474268]] = E
[[109225112442557]] = F
[[111532845537326]] = G
[[111356865552629]] = H
[[109294689102123]] = I
[[126362660720793]] = J
[[116651741681944]] = K
[[115807951764667]] = L
[[106596672714242]] = M
[[108634132504932]] = N
[[116564658357124]] = O
[[111669128857397]] = P
[[107061805996548]] = Q
[[106699962703083]] = R
[[115927268419031]] = S
[[112669162092780]] = T
[[108983579135532]] = U
[[107023745999320]] = V
[[106678406038354]] = W
[[116740548336581]] = X
[[112416755444217]] = Y
[[165724910215]] = Z

আপনার শখের ফেইসবুক আইডিটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কি করবেন?

Category : 0

আপনার শখের ফেইসবুক আইডিটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কি করবেন? যে হ্যাক করেছে তাকে গালাগালি করবেন নাকি বন্ধুদের অনুরোধ করবেন আপনার আইডিটি রিপোর্ট করে ব্লক করে দিতে? আগে হয়ত এই কাজই করতেন কিন্তু এখন আর না। কারন “এখন কি আর সেই দিন আছে, দিন বদলাইছে না”। এখন হ্যাক হওয়া ফেসবুক আইডিও উদ্ধার করা যায়।
কিভাবে? বলব, কিন্তু তার আগে জেনে নিনকি কি উপায়ে আপনার আইডি হ্যাক হতে পারেঃ
১) পাসওয়ার্ড পরিবর্তন করে ও
২) ইমেইল এড্রেস পরিবর্তন করে।
পাসওয়ার্ড পরিবর্তন করা হলে যা করবেনঃ
ধরুন কেউ একজন আপনার অগোচরে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনে গিয়েছে এবং আপনার একাউন্টে লগইন করে আপনার পুরাতন পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করে দিয়েছে। এখন আপনি আর পুরাতন পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করতে পারবেন না। এই সমস্যার সমাধানের জন্যনিচের লিংকে যান
http://www.facebook.com/help/identify...
এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
ইমেইল এড্রেস পরিবর্তন করা হলে যা করবেনঃ
এবার মনে করুন আপনি আগের চেয়েও উন্নত মানের একজন হ্যাকারের হাতে পড়েছেন যে শুধু আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেই শান্ত হয়নি পরিবর্তন করে ফেলেছে আপনার ইমেইল এড্রেসও। এক্ষেত্রেও আছে সমাধান। আর এই জন্য যেতে হবে নিচের লিংকে
http://www.facebook.com/hacked/
আশা করি আপনি আপনার হ্যাক হওয়া আইডি ফেরত পাবেন।লেখাটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

Nokia S40 মোবাইলের ফোল্ডার লুকিয়ে ফেলুন থিমস এর মধ্যে। ভাবছেন কিভাবে?

Category : 0

প্রথমে ১টি ফোল্ডার বানান এবং সেই ফোল্ডারে দরকারী সব ফাইল মুভ করে ফেলুন। (আগে থেকে বানানো থাকলেও চলবে)
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন নামের শেষে .nth ব্যবহার করে। (যেমনঃ- ধরুন Images ফোল্ডারের ভিতর আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি রয়েছে। এবার Images ফোল্ডারটিকে রিনেম করুন Images.nth নামে।)
লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে তা থিমের আইকন হয়ে গেছে !!!
এবার যে ফোল্ডারে আপনি থিম রাখেন, সেইফোল্ডারে Images.nth ফোল্ডারটি সরিয়ে রাখুন। তাহলে থিম মনে করে আর কেউ সেই ফোল্ডারে ঢুকবেনা।
সতর্কতাঃ আপনার কোন বন্ধুকে থিম সাপ্লাই দিতে গিয়ে আবার গার্ল ফ্রেন্ডের ছবিসহ বানানো আমাদের "থিম ফোল্ডার" দিয়ে দিয়েন না।ফোল্ডারের নাম মনে রাখবেন। আর এটি শুধু আইকন চেঞ্জ করে মানুষকে ধোকা দেয়ার জন্য। ইচ্ছা করলে যে কেউ ওই ফোল্ডারে ঢুকতে পারবে।লিখাটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। 


ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথে থাকুন।

আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তবু কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না

Category : 0

আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তবু কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না। ভাবছেন কিভাবে? এর জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ডানপাশের Account থেকে Account Settings-এ যেতে হবে। এখন নিচে Account Security-এর ডান পাশের change-এ ক্লিক করুন। এখন Login Approvals-এর নিচে Require me to enter asecurity code sent to my phone বক্সে টিক চিহ্ন দিন। টিক চিহ্ন দেওয়ার সময় নতুন একটি বার্তা এলে Set Up Now-এ ক্লিক করুন। এখন Phone number: বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue-এ ক্লিক করুন।আপনার মোবাইল ফোনে একটি সাংকেতিক (কোড) নম্বর আসবে। নম্বরটি কোড বক্সে লিখে Submit Code বাটনে ক্লিক করে Close-এ ক্লিক করুন। (Login Notifications-এর নিচে Send me an email এবং Send me a text message বক্সেও টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন।) এখন Save-এ ক্লিক করে বেরিয়ে আসুন। এখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে (লগ-আউট) আবার ফেসবুকে লগ-ইন করুন। দেখবেন Name New Computer নামে একটি পেইজ এসেছে। সেখানে Computer name বক্সে কোনো নাম লিখে Add to your list of recognized devices বক্সে টিক চিহ্ন দিয়ে Continueতে ক্লিক করুন।
এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue-এ ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না।এখন প্রশ্ন হতে পারে, মোবাইল নম্বর যদি হারিয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে? সে ক্ষেত্রে আপনি অন্য কারও কম্পিউটার থেকে লগইন করতে পারবেন না। আপনার নিজের কম্পিউটার থেকে লগইন করতে পারবেন এবং সেটিংসে গিয়ে মোবাইল নম্বরও পরিবর্তন করতে পারবেন।লেখাটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথে থাকুন।

এখনকার স্মার্টফোনে স্ক্রিন রোটেট করা মামুলি ব্যাপার। কিন্তু মোবাইলটা যদি হয় Nokia 1600, 2310,2600 বা এই ধরণের তাহলে

Category : 0

এখনকার স্মার্টফোনে স্ক্রিন রোটেট করা মামুলি ব্যাপার। কিন্তু মোবাইলটা যদি হয় Nokia 1600, 2310,2600 বা এই ধরণের তাহলে??!!
ধরুন, আপনার ফ্রেন্ড রুমে মোবাইল রেখে বাইরে বা টয়লেটে গেছে। আপনি রয়েছেন রুমে। দিলেন তার মোবাইল স্ক্রিন উল্টা করে। আপনার বন্ধুটি এটা দেখে সিওর ভড়কে যাবে। আপনিও পরে সেটা ঠিক করে দিয়ে মহাজ্ঞানী সাজতে পারবেন।হাহাহা
এখন দেখি কিভাবে? কঠিন কিছু না, শুধু কী-প্যাডে নিচের কোডগুলো টাইপ করুন

*#5511#
*#5512#
*#5513#
*#5514#

চারটা কোড চারটা ডিরেকশনে স্ক্রিনকে ঘুরাবে।
যে যে সেটে কাজ করবে – আমার অভিজ্ঞতায় Nokia-র কালার স্ক্রিন কিন্তু ক্যামেরা ছাড়া সেটগুলাতে কাজ করে। যেমন– Nokia 1600, 2310, 2600 ইত্যাদি।লিখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথে থাকুন।

আমরা অনেকেই আছি যারা নোকিয়া মোবাইল ইউজ করি কিন্তু আমরা জানিনা আমাদের মোবাইল টা আসলে কোন দেশে তৈরি

Category : 0

আমরা অনেকেই আছি যারা নোকিয়া মোবাইল ইউজ করি কিন্তু আমরা জানিনা আমাদের মোবাইল টা আসলে কোন দেশে তৈরি। আসল চিনতে এবং নকল এড়াতে সবারই এটা জেনে রাখা উচিত । আমি আজ আপনাদের ১ টা উপায় বলবো যার মাধ্যমে আপনারা সহজেই চিনতে পারবেন আপনার নোকিয়া মোবাইল টা কোন দেশের তৈরি এই জন্য প্রথমে আপনার মোবাইল এ *#০৬# চেপে IMEI নাম্বার বের করুন । এখান থেকে ৭ম এবং ৮ম নাম্বার টি দ্বারা আপনি জানতে পারবেন মোবাইলটা কোন দেশের তৈরী। নাম্বার দুইটা যদি 00 হয় তাহলে বুঝবেন এই মোবাইল টা অরিজিনাল নোকিয়া সেন্টারের । নাম্বার দুইটা যদি 10, 70,91 বা 01,07,19 হয় তাহলে বুঝবেন এইটা ফিনল্যান্ডের তৈরি। 02 বা 20 হলে বুঝবেন এটা জার্মানি বা আরব আমিরাতের । 30 বা 03 হলে কোরিয়ার । 40 বা 04হলে চায়নার ,50 বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের ,60 বা 06 হলে হংকং বা ম্যাক্সিকোর। 80 বা 08 হলে হাঙ্গেরি । 13 বা 31 হলে এটি আজারবাইজানের তৈরি।

যারা অনেক গুলো মোবাইল সিম ব্যাবহার করেন এবং আমার মত কোনটার নাম্বার কি তা মনে রাখতে পারেননা

Category : 0

যারা অনেক গুলো মোবাইল সিম ব্যাবহার করেন এবং আমার মত কোনটার নাম্বার কি তা মনে রাখতে পারেননা তারা নিচের নাম্বার গুলো মোবাইল এ ডায়াল করে আপনাদের সিম নাম্বার গুলো অনেক সহজেই জানতে পারেন।আর যারা এই পদ্ধতি আগে থেকেই জানেন তারা চুপ কইরা থাকবেন। আগেই জানতাম কয়েক যুগ আগে জানতাম এইসব বইলা পন্ডিতগিরি দেখানোর দরকার নাই।

১। গ্রামীনফোনঃ
*111*8*2# (প্রিপেইড)
*111*8*3# (পোষ্টপেইড)
২। রবিঃ
*140*2*4# অথবা, 1200 নাম্বারে কল করে 4 চাপুন।
৩। বাংলালিংকঃ
*666# অথবা, *666*8*2#
৪। এয়ারটেলঃ
*121*6*3#

এখন থেকে যত খুশি সিম ব্যাবহার করুন নাম্বার আর ভুলবেন না কখনও।

Grameenphone has launched their new micro internet packages

Category : 0

→Minipack 3 MB
3 MB + 3MMS @ BDT 9 +VAT
Validity : 3 days
to active just dial *500*10#

→Minipack 1 MB
1 MB + 20MMS @ BDT 2.5+vat
validity : 2 days
to active just dial *500*11#

নিজেই ফ্ল্যাশ করুন আপনার সিমবিয়ান মোবাইল ফোনসেট

Category : 0

মাঝে মধ্যেই হ্যাং হয়ে যায় আপনার প্রিয় হ্যান্ডসেট। অনেক সময় হ্যান্ডসেট টি রি-স্টার্ট হয় বারবার। এটি হয় মূলত ভাইরাস সংক্রমণে। যদি হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেম সিমবিয়ান হয়ে থাকে, তবে এ সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। এ জন্য একসঙ্গে * (স্টার), ৩ (থ্রি) ও কল বোতাম (বাটন) চেপে চালু করুন ফোনসেটটি। ব্যস, এতেই সমস্যার সমাধান! এটি করার আগে নকিয়া পিসি সুইটের মাধ্যমে ফোনবুক, এসএমএস ও ফটোসহ অন্যান্য তথ্যের ব্যাকআপ রাখবেন কম্পিউটারে। তা না হলে আপনার ফোনের সব তথ্যই হারাতে হবে।

মোবাইল দিয়েই পেজের পোষ্ট ডিলিট করুন

Category : 0

আমরা যারা পেজ চালাই বা পেজের এডমিন তারা অনেক সময়ই পেজের কিছু কিছু পোষ্ট রিমুভ করতে হয়। কিন্তু ফেসবুক কতৃপক্ষ একমাএ কম্পিউটার ভিউ ছাড়া পেজের পোষ্ট রিমুভ করার অপশন রাখেনি।যার কারনে যে সব পেজের এডমিন মোবাইল দিয়ে ফেসবুক চালায় তাদের একমাএ উপায় বোল্ট ব্রাউজারে মাধ্যমে কম্পিউটার ভিউতে গিয়ে পেজের পোষ্ট ডিলিট করা। যা অনেক ঝামেলার এবং মারাত্মক বিরক্তিকর। যার কারনে মোবাইলে ফেসবুক ব্যবহারকারী অনেক এডমিন ভাই আফসোস করে বলেন ইস মোবাইল দিয়ে যদি পেজের পোষ্ট রিমুভ করা যেতো তবে কত ভালোই না হতো। আমার অনেক এডমিন ভাই আমরা কাছে মোবাইল দিয়ে পেজের পোষ্ট রিমুভ করার কোন ট্রিকস আছে কিনা জানতে চেয়েছিলেন। তাই কিছুদিন আগে আমি আমার এক বড় ভাইয়ের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে একটা উপায় বের করে দিলেন। যা দিয়ে মোবাইল ভিউতেই খুব সহজে পেজের পোষ্ট রিমুভ করা সম্ভব। এজন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলে UC-7.9 ব্রাউজারটি ইনষ্টল করে নিতে হবে। অতঃপর মোবইল ভিউতে আপনার ফেসবুক পেজটি ওপেন করে পেজটা বুকমার্ক করে নিন। এবার ফেসবুক থেকে লগআউট করুন। এরপর বুকমার্ক থেকে পেজটা ওপেন করুন। দেখবেন উপরে লেখা থাকবে
"login or sign to connect to "page name"
সাবধান ভুলেও লগইন করবেন না। অতঃপর লক্ষ্য করে দেখুন যেই পোষ্টটা রিমুভ করতে চাচ্ছেন সেই পোষ্টের নিচে কমেন্ট সংখ্যা দেখাচ্ছে Today at 8:00 pm 15 Comments 
সেইখানে ক্লিক করে পোষ্টটি ওপেন করুন। ভালো করে দেখুন পোষ্টের নিচে লেখা আছে Today at 8:00pm. remove "remove" ক্লিক করুন। এরপর নতুন পেজ আসবে you must login first অতঃপর লগইন করুন। আবার নতুন পেজ আসবে Are you sure you want to remove this post ? এবার "Remove" এ ক্লিক করে পোষ্টটি রিমুভ করুন। আপনার প্রিয় ফেসবুক পেজটিতে ঢুকে দেখুন পোষ্ট ডিলিট হয়ে গেছে!


এক লাইনের কোড দিয়ে শত্রুর পিসি করে দিন ফরম্যাট

Category : 0

আজ আপনাদের জন্য একটি মজার ট্রিকস নিয়ে এসেছি। এটি হল একটি কোড।আপনি এই কোডটি দিয়ে আপনার শত্রুর কম্পিউটারকে করে দিতে পারবেন পুরোপুরি অচল। মাত্র এক লাইনের এই কোডটি পিসির প্রত্যেকটি হার্ডডিক্সড্রাইভ করে দিবে ফরম্যাট। তবে এটির কোন খারাপ কাজে ব্যবহার করবেন না বা এটি দিয়ে কারও ক্ষতি করবেন না। কোডটি হলোঃ

01001011000111110010010101010101010000011111100000

কিভাবে ব্যবহার করবেনঃ

১. কোডটি কপি করে একটি নোটপ্যাডে পেষ্ট করুন।
২. এবার নোটপ্যাডটি my computer.exe নামে সেভ করুন।
৩. এবার এই ফাইলটি পিসির যে কোন ড্রাইভে রাখুন।
৪. এবার মূল ফাইলটির একটি শর্টকাট ফাইল ডেক্সটপে রাখুন।
৫. ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ গিয়ে Change Icon এ যান। এবার মাই কম্পিউটারের মতো করে একটি আইকন নিন।
৬. সর্বশেষ কাজ হল ডেক্সটপের মূল My Computer মুছে দিন।
৭. আর কি এবার আপনার শত্রু যখন My Computer খুলবে আর সাথে সাথে…..।

তবে আবারও বলছি কারও ক্ষতি করবেন না এই ট্রিকস দিযে।
তবে আপনি চাইলে এই ধরনের আরেকটি কোড দিয়ে অন্যের উপকরাও করতে পারেন

011001100110111101110010011011010110000101110100001000000110001100111010010111000010000000101111010100010010111101011000

আপনার কোন বন্ধুর পিসির যদি সি ড্রাইভ ফরম্যাট করতে কখনও সমস্যা হল, তাহলে উপরের কোডটি ব্যবহার করবেন।নিয়ম আগের মতোই।

মাঝে মাঝে আচমকা পিসি রিস্টার্ট নেয়। কিন্তু কেন এরকম হয় ? আসুন জেনে নিই আচমকা পিসি রির্স্টাটের সম্ভাব্য কারনসমূহ

Category : 0

অপারেটিং সিস্টেমের জটিলতাঃ অনেক সময় অপারেটিং সিস্টেমে জটিলতা দেখা দিলে বা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে পিসি রিস্টার্ট হয় ।উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোন সমস্যা হলে পিসি রিস্টার্ট নেয় ।ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লীক করে propertise থেকে Advanced tab /Startup and Recovery/Settings অপশনে যান ।এখন System Failure অপশনের অর্ন্তগত Automatically Restart অপশন থেকে টিক চিহ্ণ উঠিয়ে ok করুন।

ভাইরাসের আক্রমনঃ বিভিন্ন প্রকার ভাইরাসের কারনেও পিসি রিস্টার্ট নিতে পারে ।এজন্য পিসিতে সবসময় হালনাগাদ (আপডেট) এ্যন্টিভাইরাস ব্যবহার করুন ।নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান করুন।

হার্ডওয়্যারের সমস্যাঃ নতুন কোন হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সাথে অসামাঞ্জস্য হলে এই সমস্যা দেখা দিতে পারে । পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ক্রুটি দেখা দিলে পিসি অহেতুক রিস্টার্ট নিতে পারে ।এজন্য হার্ডওয়্যারের সংযোগ স্থান চেক করে দেখুন ঠিক আছে কি না।

নতুন প্রোগ্রাম ইনস্টলে কারনেঃ
অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারনে পিসি রিস্টার্ট নেয়। আপনার পিসির কনফিগারেশনের সাথে যদি কাংখিত সফটওয়্যার, গেমস সাম্যঞ্জস্যপূর্ন না হয় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে।তাই বুঝে শুনে প্রোগ্রাম ইনস্টল করুন ।

হার্ডডিস্কের ক্রুটিঃ
হার্ডডিস্কে ক্রুটিপূর্ন সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে। ক্রুটির কারনে হার্ডডিস্ক ডাটা রিড করতে পারে না ।এর ফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে ।এজন্য হার্ডডিস্ক স্ক্যান করে ক্রটিপূর্ন স্থান (ব্যাড সেক্টর ) দূর করতে পারেন।আজ এই পর্যন্তই। ভালো থাকুন এবং প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করুন।


Sheratonbd.com (SHERATON MARKETING LTD)

Category : 0

ID price : 10$ (till February 29)
Per day Ads : 100 (ready 2 click)
Per Ads : 0.015$
Per day : 1.50$
Per Month : 45$
Direct refferel : 10%
1:1 matching count
maximum 20:20 matching per day
Only 15 sec Ads loading time
Super Fast Server (Ready)
Babgladeshi Govt. Legal Paper Is Ready
so...leaders create ur position now...
01681239970 call me to know details


খুব দরকারী কিছু সিরিয়াল কি

Category : 0

আমাদেরকে অনেক সময় দরকারী সফটওয়্যার এর সিরিয়াল কি না পাওয়ার কারণে বিড়ম্বনায় পড়তে হয়। একমাএ সিরিয়াল কি না থাকার কারনে আমারা অনেক দরকারী সফটওয়্যার ব্যাবহার করা থেকে বঞ্চিত হই। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যেখানে আপনি A টু Z পর্যন্ত বিভিন্ন নামের অসংখ্য সফটওয়্যার এর সিরিয়াল কি, কোড নাম্বার পাবেন সম্পুর্ন বিনামূল্যে। আশাকরি এই ওয়েব সাইটটি আমারমতো আপনাদের অনেকরই কাজে লাগবে। সর্বপ্রথমে ওয়েব সাইটটিতে গিয়ে সফটওয়্যার এর প্রথম অক্ষরের নাম যা, তার উপর কিল্ক করুন অথবা সফট ওয়্যার এর পুরো নাম লিখে সার্চ দিন, কিছুক্ষনের মধ্যেই স্ক্রীনে ভেসে উঠবে কি,কোড,সিরিয়াল নাম্বার এবং এখান থেকে সফটওয়্যার এর নাম লিখে সার্চ দিয়ে প্রয়োজনীয় সফট ওয়্যার ডাউনলোড করতে পারেন।

ওয়েব সাইটটির ঠিকানাঃ
http://www.serialcoded.com/

আজ এই পর্যন্তই। ভালো থাকুন এবং প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করুন।

ভয়েস রেকর্ড করুন ১ মেগাবাইটের একটি ছোট অসাধারন একটি সফটওয়্যার দিয়ে

Category : 0

এখন থেকে খুব সহজে পিসি তে বসে আপনি আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন ১ মেগাবাইট এর ছোট এই সফটওয়্যার দিয়ে । এই সফটওয়্যারটি রেকর্ডিং করে থাকে WAV files with high quality ফরমেটে। খুবি সহজ একটি system এ রেকর্ড করতে পারবেন আনলিমিটেড তবে আরদেরি কেন ?? এখনি ডাউনলোড করুন । এটি একটি ফ্রি সফটওয়্যার।

ডাউনলোড লিংকঃ  Click Here


আপনার পিসি এবং পিসির ফোল্ডার গুলো ওপেন হতে কি অনেক সময় নেয়!!! তাহলে নিচের ট্রিকসটি আপনার জন্য

Category : 0

প্রথমে Start menu থেকে Run এ ক্লিক করে msconfig লিখে Enter চাপুন। অতঃপর configuration utility এর Boot tab এ 30 seconds কেটে 5 seconds করে দিন।এবার পিসি Restart দিন। ব্যাস কাজ শেষ।

এখন দেখুন তো আপনার পিসি এবং পিসির ফোল্ডার গুলো আগের চেয়ে দ্রুত ওপেন হচ্ছে কিনা এবং সব কিছুর প্রসেস অনেক দ্রুততর হচ্ছে কিনা।যদি হয় তবে এই পোষ্টে লাইক দিন আর না হলে কমেন্টে জানান।

আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মানষের সেবায় প্রযুক্তিকে ব্যবহার করুন।

একই স্থানে তিনটি ফোল্ডার একই নামে!!!

Category : 0

☀প্রথমে একটি ফোল্ডার বানান এবার ফোল্ডারটি কে রিনেম করে প্রেস করুন Alt+255+লিখুন bd এবার Enter প্রেস করুন।

☀দ্বিতীয় বার আরেকটি ফোল্ডার বানান ফোল্ডারটি কে রিনেম করে লিখুন bd এবার Enter প্রেস করুন।

☀তৃতীয় বার আরেকটি ফোল্ডার বানান এবার ফোল্ডারটি রিনেম করে লিখুন bd+প্রেস করুন Alt +255 এখন Enter প্রেস করুন।

ব্যাস হয়ে গেল তিনটি ফোল্ডার একই নামে।

একসাথে অনেক গুলো ফোল্ডার তৈরি করুন Notepad এর সাহায্যে একসাথে অনেক গুলো ফোল্ডার তৈরি করুন Notepad এর সাহায্যে

Category : 0

আমাদের কে অনেক সময় কাজের প্রয়োজনে একসাথে অনেক গুলো ফোল্ডার তৈরি করতে হয়। কিন্তু একটি একটি করে ফোল্ডার তৈরি করা যেমন সময়সাধ্য তেমনি বিরক্তকরও বটে। তাই এখন আমি আপনাদের সাথে ছোট একটি ট্রিকস শেয়ার করবো। যার ফলসূতিতে আপনি আপনার পিসির Notepad এর সাহায্যে একসাথে অনেক গুলো ফোল্ডার তৈরি করতে পারবেন।

প্রথমে আপনার পিসির Notepad টি ওপেন করুন। ধরুন আমরা আটটি ফোল্ডার তৈরি করবো। প্রথমে লিখুন md স্পেস দিয়ে যে নামের ফোল্ডার তৈরি করবেন সেই নাম লিখুন যেমনঃ 1,2,3,4,5,6,7,8


এবার সেভ করার পালা। save as এ ক্লিক করে যে drive এ সেভ করতে চান সে drive টি সিলেক্ট করে যেকোন নাম দিয়ে নামের শেষে .bat লিখে সেভ করুন। এবার দেখুন 1,2,3,4,5,6,7,8 নামের আটটি ফোল্ডার তৈরি হয়ে গেছে।

অনেকগুলো ফাইল একসাথে রিনেম করুন

Category : 0

১) প্রথমে সেই ফোল্ডার টি খুলুন যেখানে আপনার সব ফাইল গুলো আছে যা আপনি রিনেম করতে চান!

২) ফাইলগুলো সিলেক্ট করুন, যেগুলো আপনি রিনেম করতে চান!

৩) এবার F2 প্রেস করুন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে রিনেম অপশন ক্লিক করুন। সবগুলো ফাইল কিন্তু সিলেক্টেড থাকতে হবে!

৪) এবার সিলেক্টেড গুলোর মধ্যে একটা রিনেম করে (.)ডট লিখুন

৫) কাজ শেষ! এবার দেখুন সব রিনেম হয়ে 1,2,3… এভাবে হয়ে গিয়েছে!

বিঃদ্রঃ আমাদের পরবতী পোষ্ট টি আপনার হোমপেজে পেতে লাইক অথবা কমেন্ট করুন।
লাইক/কমেন্ট না করলে আস্তে আস্তে আপনি আর আপনার ওয়ালে আমাদের পোষ্ট গুলো দেখতে পাবেন না। হাইড হয়ে যাবে।

যেকোন ফাইল বা ফোল্ডার কপি বা মুভ করুন পেনড্রাইভ থেকে এবং হার্ডডিক্সের এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে এক নিমিষে

Category : 0

যখন কোন ফাইল বা ফোল্ডার কম্পিউটার থেকে কপি করে পেনড্রাইভ বা অন্য কিছুতে নিতে হয় তখন ঐ ফাইল বা ফোল্ডার টির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to pen drive এ Click করলেই হয়। কিন্তু যখন পেনড্রাইভ থেকে কিছু কপি করে কম্পিউটারে রাখতে চান বা হার্ডডিক্সের এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে নিতে চান তখন ওই ড্রাইভে গিয়ে পেস্ট করতে হয়। এভাবে কপি পেস্ট করতে অনেক সময় লাগে এবং কোন ড্রাইভে ভাইরাস থাকলে তা দ্রুত অন্যান্য ড্রাইভে ছড়িয়ে পড়ে। অথচ আমরা পেনড্রাইভ থেকে কিছু কপি না করেই খুব সহজে কম্পিউটারের অন্য ড্রাইভে ফাইল বা ফোল্ডার Send করতে পারি। এবং হার্ডডিক্সের এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে ফাইল বা ফোল্ডার Send করতে পারি।


প্রথমে Start menu থেকে Run এ ক্লিক করে regedit লিখে ok চাপুন।


HKLY_CIASSES_ROOT এ ক্লিক করুন।




AllFileSystemObjects এ ক্লিক করুন।




Shelles এ ক্লিক করে ContextMenuHandlers এর ওপর মাউজ রেখে রাইট বাটনে এ ক্লিক করে দুটি new key তৈরি করুন। নাম দিন যথাক্রমে copy to এবং move to 


এবার copy to তে ক্লিক করে ডান পাশের Default এ ডাবল ক্লিক করুন।এবং Value Data তে {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} লিখে ok করুন। আবার move to তে ক্লিক করে ডান পাশের Default এ ডাবল ক্লিক করে Value Data তে {C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13} লিখে ok দিয়ে বেরিয়ে আসুন।




এখন যে ফোল্ডারটি কপি বা মুভ করতে চান সেটির ওপর মাউস রেখে ডান বাটনে কিক্ল করে Copy to Folder(কপি করার জন্য) অথবা Move to Folder(মুভ করার জন্য)-এ কিক্ল করে কোথায় পেষ্ট করতে চান তা নির্বাচন করে Copy বা Move এ কিক্ল করুন।

হ্যাকিং শুরু হওয়ার কিছু ইতিহাস

Category : 0

১৯৬০ সালে এআইটি ল্যাবের কিছু ছাএ একটি প্রোগ্রামের কিছু শটকার্ট বের করেন তারপর থেকে তখন তাদের কে হ্যাকার বলা হতো। এরপর ১৯৭০ সালে জন ড্রেপার টেলিফোন সিস্টেম হ্যাক করে বিনামূল্যে প্রচুর টেলিফোন করেন আর তখন থেকেই মুলত হ্যাকিং ব্যাপারটা জোরে শোরো শুরু হয় এই হ্যাকিংয়ের জন্য তাকে Captain Crunch নামে উপাধি দেয়া হয়েছিলো । Captain Crunch নামে খ্যাত জন ড্রেপার বেচারা হ্যাকিংয়ের দায়ে ওই বছরই গ্রেপ্তার হন ।
তবে হ্যাকিংয়ে উৎসাহ দেয়ার জন্য ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত Wargames মুভিটিকে অনেকেই দায়ী করেন । ১৯৮৩ সালে ৪১৪ নামে ছয়জন টিনএজ আমেরিকার বিভিন্ন প্রতিষ্টানের সিস্টেম অকেজো করে দেয় তবে তারা খুব তাড়াতাড়িই পুলিশের হাতে ধরা পডে এবং wargames মুভিটি দেখে তারা হ্যাকিং এর ব্যপারে উৎসাহিত হন বলে স্বীকার করেন।


১৯৮৪ সালে প্রথমবারের মতো প্রকাশ হয় হ্যাকারদের ম্যাগাজিন ২৬০০।


১৯৮৬ সালে University of California এর অধিকাংশ হিসেবে ভুল আসার পর তদন্ত করে দেখা যায় এটা হ্যাকার দের কাজ পরবর্তীতে University of California তে হ্যাকিং এর দায়ে ৫ জন জামার্নকে গ্রেপ্তার করা হয়।


১৯৮৬ সালে আমেরিকায় হ্যাকিংয়ের বিরুদ্ধে আইন করা হয়।


১৯৮৭ সালে হার্বাট জিন নামের ১৭ বছর বয়সী হাইস্কুল ছাত্রকে ১৯৮৬ সালের হ্যাকিং আইনে গ্রেফতার করা হয় এটিঅ্যান্ডটি ল্যাবের তথ্য চুরির অভিযোগে।


১৯৮৮ সালে Cornell University এর রবার্ট মরিস একটি ইন্টারনেট ওয়ার্ম এর সাহায্যে ৬০০০ নেটওয়ার্ককে থামিয়ে দেয় তবে তিনি খুব দ্রুত গ্রেপ্তার হন এবং তার ৩ বছরের জেল সাথে ১০০০০ ডলার জরিমানা করা হয় ।


১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেস একটি রেডিও স্টেশন একটি প্রতিযোগিতার আয়োজন করে যেখানে বলা হয় ১০২তম ফোন কারীকে তারা গাড়ি পুরস্কার দেবে। ফেভিন পলসেন রেডিও স্টেশনের টেলিফোন সিস্টেমে হ্যাক করে এমন ব্যবস্খা করেন যাতে তার ফোন ছাড়া অন্য কারো ফোন যেন রিসিভ না হয়। ফলাফল তিনি ঠিকই গাড়ি জিতে নেন। কিন্তু পরে গ্রেপ্তার হয়ে খাটতে হয় ৫১ মাসের জেল। এছাড়া Kevin Poulsen, Ronald Austin and Justin Peterson এই তিনজন মিলেও ফোন লাইন সিস্টেম হ্যাক করে ২০০০০ ডলার জিতে নেয় তবে বেচারারাও পরে ধরা খায়।


১৯৯৪ সালে ১৬ বছর বয়সী Richard Pryce যাকে alias Datastream Cowboy নামে ডাকা হয় সে প্রায় ১০০ কম্পিউটারের সিকিউরিটি সিস্টেম ভেংগে ফেলে যার মধ্যে নাসা, কোরিয়ান পারমাণবিক সংস্হা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন সংস্হার নেটওয়ার্ক ছিল।


এছাড়া হ্যাকিং জগতে অন্যতম বড় ব্যাংক ডাকাতি করেন রাশিয়ান গণিতবিদ ভাদিমির লেভিন। তিনি নিউইয়র্কের সিটি ব্যাংক থেকে কাস্টামারদের ১০ মিলিয়ন ডলার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। ১৯৯৫ সালে তিনি ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে গ্রেফতার হন এবং তিন বছর জেল খাটেন। সব টাকাই ফেরত পাওয়া যায় তবে ৪০ লাখ ডলার পাওয়া যায়নি।


পৃথিবীর সব বড় বড় হ্যাকার কারাঃ
ব্লাক হ্যাকারদের মাঝে কেভিন মিটনিককে বলা হয় হ্যাকারদের গুরু ।তার হ্যাকিং বিদ্যার জন্য তাকে গ্লেন কেজ উপাধি দেওয়া হয়।এই বিখ্যাত হ্যাকিং গুরুর বিরুদ্ধে যে সব অভিযোগগুলো প্রমাণিত হয়েছিলো তা হল
• Los Angeles এর বাস সিস্টেম হ্যাকিং করে ফ্রী ভ্রমণ।
• DEC সিস্টেম হ্যাকিং যার কারনে তাদের ১৬০০০০ ডলার ক্ষতি হয়েছিলো
• Motorola, NEC, Nokia, Sun Microsystems and Fujitsu Siemens সিস্টেম হ্যাকিং
• এফবিআই এর সিস্টেমে হ্যাকিং এর চেষ্টা
• IBM এর মাইক্রোকম্পিউটা র প্রজেক্টে এ্যাটাক
এছাড়াও শত শত নেটওয়ার্ক হ্যাকিংয়ের চেষ্টা ,ফ্রী কল করার হ্যাকিং ,বিভিন্ন মেইল সিস্টেম হ্যাকিং চেষ্টার শত শত অভিযোগ ছিল তবে তা প্রমাণ করা যায় নি।
তাকেও জেলে পাঠানো হয়। ২০০০ সালে কেভিনমুক্তি পান, তবে শর্ত ২০০৩ সালের আগে তিনি কোনো কম্পিউটার ব্যবহার করতে পারবেন না ।

কম্পিউটার কত তারিখে ক্রয় করেছেন??? তা দেখে নিন কোন সফটওয়্যার ছাড়া

Category : 0

◆ উইন্ডোজ এক্সপির জন্যঃ
প্রথমে Start এ ক্লিক করুন তারপর Program এ ক্লিক করুন। আবার Accessories এ ক্লিক করুন। তারপর System Tools এ ক্লিক করে আবার System Information এ ক্লিক । এখন BIOS Version/Date এ দেখুন আপনি যেই তারিখে কম্পিউটার ক্রয় করেছেন সেই তারিখ এখানে আছে । যারা পুরাতন ল্যাপটপ, কম্পিউটার কিনবেন তাদের টিপসটি কাজে লাগবে বলে আশাকরি।


◆ উইন্ডোজ ৭ এর জন্যঃ
Control Panel\All Control Panel Items\Performance Information and Tools\Advanced Tools থেকে View Advanced System Details in System information এ ক্লিক করলেই সব তথ্য দেখতে পারবেন।


বিঃদ্রঃ ফেসবুকের নতুন নিয়মানুযায়ী আপনি যদি আমাদের পোস্টে কমেন্ট বা লাইক না করেন তাহলে ধীরে ধীরে আপনি আরআপনার ওয়ালে আমাদের পোস্ট দেখতে পাবেন না হাইড হয়ে যাবে তাই পরবর্তী পোষ্টটি আপনার হোমপেজে পেতে লাইক অথবা কমেন্ট করুন।

চারটি অক্ষর দিয়ে তৈরী করুন একটি মজার জিনিস

Category : 0

প্রথমে নোট প্যাড খুলে .LOG লিখুন। তারপর time.txt দিয়ে সেভ করুন।এবার ফাইলটি ওপেন করুন দেখবেন আপনার কম্পিউটারের গড়ির টাইম এবং তারিখ ওখানে show করছে।ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।

আপনার বন্ধুর পিসির উইন্ডোজ কে ডিলেট করে দেন ১ মিনিটে

Category : 0

প্রথমে My Computer এ প্রবেশ করুন এর পর Control Panel এর অধীনে Folder Options এ যান View Tab এ Click করুন, এখান থেকে Show Hidden File এ ক্লিক করুন এবার Apply তারপর Ok দিন।এবার বেরিয়ে আসুন। মাই কম্পিউটার প্রবেশ করে C: Drive ওপেন করুন ওখানে দেখতে পাবেন যে nltdr. নামে একটি ফাইল আছে এতি ডিলিট করুন ব্যাস কাজ শেষ। কম্পিউটার Restart দিন। এখন দেখেন Windows Missing :D । অন্যের হ্মতি করা থেকে বিরত থাকবেন আশা করছি। টেস্ট করতে যেয়ে যদি নিজের বা অন্যের কম্পিউটার এর হ্মতি করেন তাহলে আমি দায়ী থাকবোনা।

বিঃদ্রঃ ফেসবুকের নতুন নিয়মানুযায়ী আপনি যদি আমাদের পোস্টে কমেন্ট বা লাইক না করেন তাহলে ধীরে ধীরে আপনি আর আপনার ওয়ালে আমাদের পোস্ট দেখতে পাবেন না হাইড হয়ে যাবে তাই পরবর্তী পোষ্টটি আপনার হোমপেজে পেতে লাইক অথবা কমেন্ট করুন।

ইন্টারনেট ব্যবহারে শুল্ক প্রত্যাহার হচ্ছে

Category : 0

ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এ খাতে ১৫ শতাংশ শুল্ক দিতে হয়। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এসিদ্ধান্ত কার্যকর হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
সূত্র মতে, চলতি বাজেটের আগে থেকেই কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। কিন্তু বাজেটে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রায় ছয় মাস আগে থেকে ইন্টারনেট ব্যবসার উদ্যোক্তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিনসহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা তাঁদের দাবিরপক্ষে নানা যুক্তি উপস্থাপন করেন। এরই ধারাবাহিকতায় এনবিআর থেকে শুল্কপ্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ-সংক্রান্ত এসআরও জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এনবিআর সূত্রে জানাযায়, দেশে বর্তমানে তিন ধরনের ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। মোবাইলের মাধ্যমে প্রায় দুই কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের দেওয়া ইন্টারনেটের সংযোগ রয়েছে ১৫ লাখ। এ ছাড়া ওয়াইম্যাক্স এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে প্রায় চার লাখ গ্রাহক।

বদলে যাচ্ছে উইন্ডোজ’র লোগো

Category : 0

রঙ, রূপ
সবদিক দিয়েই
বদলে যাচ্ছে জনপ্রিয়
কম্পিউটার অপারেটিং সিস্টেম
‘উইন্ডোজ’র লোগো।

দীর্ঘ ২২ বছর
পর এর অষ্টম সংস্করণ ‘উইন্ডোজ-৮’ -এ এই পরিবর্তন
আনা হচ্ছে। সংস্করণটির
ফিচারের সঙ্গে সামঞ্জস্য
রেখে উইন্ডোজের চিরাচরিত
চার রঙা লোগোতে পরিবর্তন
আসছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক চীনা ওয়েবসাইট ‘সাইট সিএন
বেটা’। সাইটটি এর একটি ছবিও
প্রকাশ করেছে। ওয়েবসাইটটির তথ্য মতে, নতুন
এই
লোগোটি হবে একরঙা এবং টুডি মেট্রো স্টাইলের।
দেখলে মনে হবে চৌকোনা একটা জানালা।
গাঢ় নীল রঙের এ
লোগোটিতে তরঙ্গসদৃশ কোনো নকশাও নেই। আর নতুন
লোগোটিতে কেবল একটি উইন্ডোই
দেখা যাচ্ছে। ট্যাবলেট ও উইন্ডোজ ফোনের
মেট্রো ইন্টারফেসের
সঙ্গে মানিয়ে নেয়ার
মতো করে উইন্ডোজ’র এই নতুন
সংস্করণটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। নতুর লোগোটির কথা স্বীকার
করে নিয়েছে মাইক্রোসফট
করপোরেশন। প্রতিষ্ঠানটির পক্ষ
থেকে জানানো হয়েছে, নতুন এই
লোগো আর্ম ট্যাবলেটের উইন্ডোজ
বাটন, চার্মস বার এবং উইন্ডোজ এইটের অন্যান্য বহুবিধ
ইন্টারফেসে ব্যবহার করা হবে। প্রসঙ্গত, ১৯৮৫
সালে মাইক্রোসফট উইন্ডোজ ১.০
এর জন্য যে লোগো করেছিল তার
সঙ্গে নতুন এই লোগোর
অনেকটা মিল রয়েছে।

সার্চ ইঞ্জিন এবার বাংলায়

Category : 0

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অল্প বয়সীরাই পাইরেটেড সামগ্রী বেশি ব্যবহার করেন। বিভিন্ন মিউজিক, টিভি শো এবং মুভির প্রতি তাদের ঝোঁক বেশি থাকে বলে অবৈধভাবে হলেও তারা তা ডাউনলোড করেন। খবর হাফিংটন পোস্টের।

কলম্বিয়া ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৭০ শতাংশই স্বীকার করেছেন যে, তারা অবৈধ উপায়ে মিউজিক, টিভি শো এবং মুভি কিনেছেন, কপি করেছেন অথবা ডাউনলোড করেছেন।

অন্যদিকে ২৯ এর বেশী বয়সীদের মধ্যে ৪৯ শতাংশ এ ধরণের কাজে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। ফলে, জরিপ বলছে পাইরেটেড কন্টেন্ট ব্যবহারের প্রবণতা তরুণদের মধ্যেই বেশি।

তরুণরাই পাইরেসিতে এগিয়ে

Category : 0

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অল্প বয়সীরাই পাইরেটেড সামগ্রী বেশি ব্যবহার করেন। বিভিন্ন মিউজিক, টিভি শো এবং মুভির প্রতি তাদের ঝোঁক বেশি থাকে বলে অবৈধভাবে হলেও তারা তা ডাউনলোড করেন। খবর হাফিংটন পোস্টের।

কলম্বিয়া ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৭০ শতাংশই স্বীকার করেছেন যে, তারা অবৈধ উপায়ে মিউজিক, টিভি শো এবং মুভি কিনেছেন, কপি করেছেন অথবা ডাউনলোড করেছেন।

অন্যদিকে ২৯ এর বেশী বয়সীদের মধ্যে ৪৯ শতাংশ এ ধরণের কাজে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। ফলে, জরিপ বলছে পাইরেটেড কন্টেন্ট ব্যবহারের প্রবণতা তরুণদের মধ্যেই বেশি।

১১ বছরের প্রতিভাবান সেই হ্যাকার ছেলেটি

Category : 0

ছবিতে যাকে দেখছেন এ কোন সাধারণ ছেলে ছিলোনা; ১৯৮৮ সালে সিয়াটলের কিশোর ডেড "জিরো কুল" মারফিকে গ্রেপ্তার করা হয় এক কঠিন অপরাধে।



তাঁর উপর অভিযোগ ছিলো সে মাত্র একদিনে ১,৫০৭ টি সিস্টেম ক্র্যাশ করেছে, যার ফলে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক একবারেই ৭ পয়েন্ট নেমে গেছে। এ ঘটনাটি ঘটাবার সময় ডেডলির বয়স ছিলো মাত্র ১১।

এমন কঠিন অপরাধের শাস্তি হিসেবে; যেকোনো প্রকার কম্পিউটার ও টেলিফোন যন্ত্রাংশ ধরা ও পরিচালনা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় তার।

ডেডলির বয়স ১৮ হবার কিছুদিন আগে তাঁর মা (ততো দিনে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়া) নিউ ইয়র্ক সিটিতে কাজ নেন। এখানেই কিন্তু শেষ নয়।

১৮ হবার পর ডেডলি একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে নিরাপত্তারক্ষীদের ফোন করে কৌশলে তাঁদের কাছ থেকে মডেমের ফোন নম্বর যোগাড় করে (সোশাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহারের মাধ্যমে)। কারন এবার যে বিশাল হ্যাক করে ফেলবে :)

এরপর সে সফলতার সাথে ঐ টেলিভিশন নেটওয়ার্কের সিস্টেম হ্যাক করে এবং সেই সময় প্রচারিত হতে থাকা একটি অনুষ্ঠান পাল্টে দ্য আউটার লিমিটস-এর একটি পর্ব প্রচার করা শুরু করে।
ঠিক সে সময় সে ঐ নেটওয়ার্কেই আরেক জন হ্যাকার দ্বারা আক্রান্ত হয়, এবং সিস্টেম থেকে অপসৃত হয়। ধারণা করা হয় সেই হ্যাকার হচ্ছে এসিড বার্ন।

কেউ কি আঁচ করতে পেরেছেন আমি কোন ঘটনার কথা বলছি :)
আপনি যদি ১৯৯৫ সালের সাড়া জাগানো ‘’দি হ্যাকারস’’ মুভি টা দেখে থাকেন, তাহলে উপরের ঘটনাটা আপনার চিন্তার সাথে মিলে যাওয়ার কথা।

→→ হ্যাকারস (ইংরেজি ভাষায়: Hackers), ১৯৯৫ সালে মুক্তি পাওয়া একটি আমেরিকান রহস্যচলচ্চিত্র। ছবিটির পরিচালক ছিলেন ইয়ান সফটলে, এবং শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন, জনি লি মিলার, অ্যাঞ্জেলিনা জোলি, ও ম্যাথিউ লিলার্ড।
চলচ্চিত্ররূপ দিয়েছেন ম্যাথিউ মোরু। ছবিটির কাহিনী গড়ে উঠেছে মূলত হ্যকার ও সাইবার অপরাধীদের নিয়ে। ছবিতে দেখা যায়, কিছু স্কুল পড়ুয়া অসম্ভব প্রতিভাশালী হ্যকার ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ অনুপ্রবেশ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করছে।

ফেসবুক চ্যাট এ নিজের অথবা বন্ধুর কিংবা ফেসবুক পেজের প্রোফাইল পিকচারকে ইমোটিকন হিসেবে ব্যবহার করুন

Category : 0

এটি করার জন্য নিজের অথবা বন্ধুর কিংবা ফেসবুক পেজের ইউজার নেম জানা থাকতে হবে, যেমন প্রযুক্তি প্রেমী পেজের ইউজারনেম projukti.preami এই পেজের প্রোফাইল পিকচারকে ইমোটিকন হিসেবে ব্যবহার করার জন্য [[projukti.preami]] লিখে চ্যাটবার এ সেন্ড করলেই এর প্রোফাইল পিকচার ইমোটিকন হিসেবে দেখাবে। জেনে রাখা ভালো মোবাইল থেকে এটা দেখা যাবেনা। ভালো লাগলে অবশ্যই লাইক অথবা কমেন্ট করুন।

এবার তোমার ফোনের ১জিবি মেমরি কে ২জিবি করে নাও

Thursday, February 23, 2012 Category : 0

বন্ধু কেমন আছো তুমি?? নিশ্চয়ই অনেক ভালো আছো :)
তোমাকে আজ একটি মজার টিপস দেখাব। কি দেখবা তো নাকি !
আজ আমরা তোমার পছন্দের মেমরি কার্ডের যায়গা ১ জিবি থেকে ২ জিবি করার টিপস দিবো। কিন্তু কথা দিতে হবে এই পোস্ট টা তুমি তোমার বন্ধু কে শেয়ার করবে তাকেও উপকৃত করবে

► আগে জেনে রাখো এটা করলে ১ জিবি ভার্চুয়াল মেমরী বৃদ্ধি পাবে। এই ভার্চুয়াল মেমরী তে তুমি সাধারন ভাবে সব ধরনের ফাইল ই রাখতে পারবে :)

খুবই মজা ও ভাল হবে তাই না? যাক, কথা বেশি না বলে টিউন টা দেখে নেই।

কিভাবে কি করবে?

→প্রথমে একটি ১ গিগা বাইটের একটি মেমোরি কার্ড নাও।
→কার্ডরিডার এ ঢুকে নিয়ে পিসি তে লাগাও।
→এবার তোমার মেমোরি কার্ডে থাকা ডাটা গুলো ব্যাকআপ করে নাও আগে।
→এখান থেকে Skimedi Fix 2GB Capacity সফট টি ডাউনলোড করে নাওঃ
→ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?3v5lir8zt1jwgg4

→Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি চালূ করো।
→দেখো একটা নতুন উইন্ডো আসবে।
→এবার ড্রাপ ডাউন লিষ্ট থেকে তোমার মেমোরি কার্ডের ড্রাইভটি দেখিয়ে দাও।
→ড্রাইভ সিলেক্ট করার পর FIX বাটনে ক্লিক করো।
→তাহলে প্রসেসিং শুরু হয়ে যাবে।
→এবার তোমাকে জিজ্ঞাস করবে যে, তুমি ফরম্যাট করবেন কি না!
→তুমি yes বাটনে ক্লিক করলে ফরম্যাট শুরু হবে।
→ফরম্যাট করার পর এটি তোমাকে বলবে যে তোমার মেমোরি কার্ডের ড্রাইভটি খুলে আবার লাগাতে।
→তুমি তোমার কার্ড রিডার টি খুলে আবার কম্পিউটারে লাগাবা।
→তাহলেই তোমার মেমোরি কার্ডের সাইজ ১ গিগা বাই্ট থেকে ২ গিগা বাইটে বৃদ্ধি পাবে।
→এবার তুমি তোমার কার্ডের প্রোপার্টিজ দেখো। এক্ষেত্রে ফরম্যাট করার আগে ও পরে দেখবা মেমরি কত থেকে কত বৃদ্ধি পেলো।

→এবার তুমি তোমার মেমোরিটি তোমার ব্যবহৃত ফোন লাগিয়ে চেক করে দেখো।
→এবার তুমি নিজের থেকে উইন্ডোজের ডিফল্ট অপশন ব্যবহার করে মেমোরিটি একবার ফরম্যাট করো।

→এবার তোমার মোমোরিটি Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি দিয়ে আবার দেখলে দেখবা সেটা ১৯১২ মেগা বাইট দেখাবে।

[ তুমি অবশ্যই সফট টি পিসি থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করবে। আশা করছি টিউনটি তোমার অনেক ভালো লাগবে ]

[ এই সফট দিয়ে আমি ১ জিবি কে ২ জিবি করছি; কিন্তু ২ জিবি কে ৪ জিবি, বা ৪জিবি কে ৮ জিবি করিনি বস। মাইরি বলছি !! ]


Andhra Pradesh Public Service Commission group 2 results 2012

Monday, February 20, 2012 Category : , , , 0

Andhra Pradesh Public Service Commission group 2 results 2012,group ii exam results 2012 in andhra pradesh,group 2 results 2012 ap,APPSC Group II Results 2012 Download online,apspsc.gov.in group 2 results 2012,manabadi.co.in APPSC group II results 2012, APPSC Group II Results name wise 2012,apspsc.gov.in Group 2 Results roll no wise 2011 2012,APPSC Group II Results selected candidate list 2012,appsc group 2 Merit list cut off marks 2012,APPSC Group 2 services 15.10.2011/16.10.2011 Exam results 2012,APPSC Group II oral test interview date,APPSC latest results 2012.

Andhra Pradesh Public Service Commission APPSC Group II service Exam results 2012 Now available….


Primary Scholarship Result 2012

Sunday, February 19, 2012 Category : 0

primary scholarship result 2012,primary schloaeship result 2012,primary scholarship result,primary education scolarship ruselt 2012,primary result 2012,primary scholarship 2012,primary scholarship result 2012 publishing date,primary scholarship result in 2012,primary scolarship result.2012,primiary schooler ship 2012


Primary Scholarship Result 2012 will be published after 03:00pm on February 20, 2012.



GATE 2012 answer key Solutions sheet CS, EEE, EC, EE, ECE, CSE, Civil, Life Science, Mechanical, Metallurgy

Thursday, February 16, 2012 Category : , , , , , , , , , 0

Announcement From GATE Graduate Aptitude Test in Engineering.Entrance Exam  2012 answer key available.

Two link waiting for your online answer key



WISH YOU ALL THE BEST FRIEND

www.aiims.edu AIIMS All India Post Graduate Medical Entrance Examination AIPGMEE Results 2012

Category : 0

Hi Friends, All india Institute of Medical sciences AIIMS results 2012 now available, If you are candidate and want know result don't wait Click Here and know your best result.


All india Institute of Medical sciences AIIMS  AIPGMEE 2012 results available here .


Wish you all the best.

HSC Exam Routine 2012 free downloads

Category : 0

Free Download HSC Routine


ODesk Question and answer spelling test (US) tips and Trick

Category : 0

1st tricks >> Sit for odesk speeling Test (us).


2nd tricks >> Open Microsoft Office.


3rd trick >> Now Check spelling errors by typing word on ms word.


4th tricks >> Misspelled words are underlined in ms word.


5th SO now its easy to find which is correctly spelled and which is misspelled.

ODesk Question and answer Readiness test 2012

Category : 0

ODesk Questions 01 : Which of the following actions are NOT allowed when applying to job postings?

e. All of the above (answer)

ODesk Questions 02: Which of the following are NOT permitted on oDesk?

e. All of the above (answer)

ODesk Question 03: Can I start my own agency on oDesk?

a. Yes! You can create an agency and earn money by selling the services
of your agency contractors.(answer)

ODesk Question 04: What happens when a contract ends?

e. All of the above (answer)

ODesk Question 5: Which of the following are TRUE about your oDesk Work Diary?

e. All of the above(answer)

ODesk Question 6: Which of the following are TRUE about the oDesk dispute process?

e. All of the above(answer)

ODesk Question 7: Which of the following is FALSE about weekly limits on hourly contracts?

c. The weekly limit can be changed by the contractor(answer)

ODesk Question 8: The oDesk Team application Time Tracker records which of the following

e. All of the above(answer)

ODesk Question 9: Which of the following statements about oDesk fees is FALSE?

d. The oDesk fee is $2/hour for hourly contracts (answer)

ODesk Question 10: Which of the following is TRUE about fixed-price contracts?

b. How much to pay and when to pay is at the employer's discretion(answer)

hosting-earnmoney.blogspot.com. Powered by Blogger.

Sample Text

ওয়েবসাইট এর পোস্ট গুলো ভাল লাগলে ওয়েবসাইটটিতে জয়েন করতে ভুলবেন না।

Sample text

Social Icons

Labels

Categories

Recent Comments

Protected by Copyscape Web Copyright Checker

Popular Posts

Advertisement (468 x 60px )

Labels

Search

Popular Posts

Followers

Featured Posts