> > এবার তোমার ফোনের ১জিবি মেমরি কে ২জিবি করে নাও

এবার তোমার ফোনের ১জিবি মেমরি কে ২জিবি করে নাও

Posted on Thursday, February 23, 2012 | No Comments

বন্ধু কেমন আছো তুমি?? নিশ্চয়ই অনেক ভালো আছো :)
তোমাকে আজ একটি মজার টিপস দেখাব। কি দেখবা তো নাকি !
আজ আমরা তোমার পছন্দের মেমরি কার্ডের যায়গা ১ জিবি থেকে ২ জিবি করার টিপস দিবো। কিন্তু কথা দিতে হবে এই পোস্ট টা তুমি তোমার বন্ধু কে শেয়ার করবে তাকেও উপকৃত করবে

► আগে জেনে রাখো এটা করলে ১ জিবি ভার্চুয়াল মেমরী বৃদ্ধি পাবে। এই ভার্চুয়াল মেমরী তে তুমি সাধারন ভাবে সব ধরনের ফাইল ই রাখতে পারবে :)

খুবই মজা ও ভাল হবে তাই না? যাক, কথা বেশি না বলে টিউন টা দেখে নেই।

কিভাবে কি করবে?

→প্রথমে একটি ১ গিগা বাইটের একটি মেমোরি কার্ড নাও।
→কার্ডরিডার এ ঢুকে নিয়ে পিসি তে লাগাও।
→এবার তোমার মেমোরি কার্ডে থাকা ডাটা গুলো ব্যাকআপ করে নাও আগে।
→এখান থেকে Skimedi Fix 2GB Capacity সফট টি ডাউনলোড করে নাওঃ
→ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?3v5lir8zt1jwgg4

→Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি চালূ করো।
→দেখো একটা নতুন উইন্ডো আসবে।
→এবার ড্রাপ ডাউন লিষ্ট থেকে তোমার মেমোরি কার্ডের ড্রাইভটি দেখিয়ে দাও।
→ড্রাইভ সিলেক্ট করার পর FIX বাটনে ক্লিক করো।
→তাহলে প্রসেসিং শুরু হয়ে যাবে।
→এবার তোমাকে জিজ্ঞাস করবে যে, তুমি ফরম্যাট করবেন কি না!
→তুমি yes বাটনে ক্লিক করলে ফরম্যাট শুরু হবে।
→ফরম্যাট করার পর এটি তোমাকে বলবে যে তোমার মেমোরি কার্ডের ড্রাইভটি খুলে আবার লাগাতে।
→তুমি তোমার কার্ড রিডার টি খুলে আবার কম্পিউটারে লাগাবা।
→তাহলেই তোমার মেমোরি কার্ডের সাইজ ১ গিগা বাই্ট থেকে ২ গিগা বাইটে বৃদ্ধি পাবে।
→এবার তুমি তোমার কার্ডের প্রোপার্টিজ দেখো। এক্ষেত্রে ফরম্যাট করার আগে ও পরে দেখবা মেমরি কত থেকে কত বৃদ্ধি পেলো।

→এবার তুমি তোমার মেমোরিটি তোমার ব্যবহৃত ফোন লাগিয়ে চেক করে দেখো।
→এবার তুমি নিজের থেকে উইন্ডোজের ডিফল্ট অপশন ব্যবহার করে মেমোরিটি একবার ফরম্যাট করো।

→এবার তোমার মোমোরিটি Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি দিয়ে আবার দেখলে দেখবা সেটা ১৯১২ মেগা বাইট দেখাবে।

[ তুমি অবশ্যই সফট টি পিসি থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করবে। আশা করছি টিউনটি তোমার অনেক ভালো লাগবে ]

[ এই সফট দিয়ে আমি ১ জিবি কে ২ জিবি করছি; কিন্তু ২ জিবি কে ৪ জিবি, বা ৪জিবি কে ৮ জিবি করিনি বস। মাইরি বলছি !! ]


Leave a Reply

hosting-earnmoney.blogspot.com. Powered by Blogger.

Sample Text

ওয়েবসাইট এর পোস্ট গুলো ভাল লাগলে ওয়েবসাইটটিতে জয়েন করতে ভুলবেন না।

Sample text

Social Icons

Labels

Categories

Recent Comments

Protected by Copyscape Web Copyright Checker

Popular Posts

Advertisement (468 x 60px )

Labels

Search

Popular Posts

Followers

Featured Posts