কিভাবে আপনার ওয়েবসাইটে গুগলের “প্লাস ওয়ান” বাটন বসাবেন?
Posted on Tuesday, February 28, 2012
|
No Comments
সার্চ রেজাল্টকে আরও বেশি বেশি সামাজিক (সোশ্যাল) করতে আর ফেসবুকের “লাইক” বাটনের সাথে টেক্কা দিতে কিছুদিন পূর্বে গুগল প্লাস ওয়ান বাটনের সূচনা করে। এর ফলে ফেসবুকের মতো আপনিও গুগলের “প্লাস ওয়ান” বাটনে ক্লিক করলে আপনার পরিচিতজনরা যখন গুগলে সার্চ করবে, তখন আপনার পছন্দের লিংকের পাশে আপনার নাম দেখতে পারবে। তারা আপনার পছন্দ করা লিংকে যেতে স্বাচ্ছ্যন্দ বোধ করবে।
গতকাল গুগল প্লাস ওয়ান বাটনের কোড সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এরই মধ্যে হয়তো বাটনটি ব্যবহারের কোডসমেত ওয়ার্ডপ্রেস প্লাগইন বেড়িয়ে গেছে। যারা এখনো কোডটি পাননি, তাদের জন্য এই পোষ্ট।
গুগল ওয়েবমাষ্টারস বিভাগে একটি পাতায় কোডটি বর্ননা করা হয়েছে, এখানে দেখুন। নিচের দু’লাইন কোড লিখেই যেকোনো সাইটে লাইন বাটন বসানো যাবে।
<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>
<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone></g:plusone>
তবে যারা নির্দিষ্ট পেজের জন্য লাইক বাটন বসাতে চান, তাদেরকে এডভান্স অপশনটি ব্যবহার করতে হবে।
<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>
<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone href="YOUR_WEBPAGE_LINK_HERE"></g:plusone>
আমার মতো যারা প্লাগইন ছাড়াই ওয়ার্ডপ্রেসের প্রতিটি পাতায় বাটন বসাতে চান, তারা নিচের কোডটুকু লক্ষ্য করুন।
<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>
<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone href="<?php echo get_permalink(); ?>"></g:plusone>
কোনো সমস্যা হলে, মন্তব্য আকারে জানান।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।